খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে দুস্থ ও সুবিধাবঞ্চিত মহিলাদের মাঝে সরকার প্রদত্ত বিনামূল্যের চাল বিতরণের সময় প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন মোল্লা (৫০) ও তার সহযোগী ইছাহক মোল্লা (৪০) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, (১৪ জুলাই) সোমবার দুপুরে চিকনিকান্দি ইউনিয়নের গরীব মহিলাদের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য বরাদ্দকৃত ছয় মাসের চাল একত্রে ১৮০ কেজি করে বিতরণ করা হয়।
তবে প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন মোল্লা, পিতা লুৎফর মোল্লা এবং তার ঘনিষ্ঠ সহযোগী ইছাহক মোল্লা, পিতা রব মোল্লা প্রত্যেক মহিলা থেকে চাল বিতরণের নামে ৩০০ টাকা করে আদায় করেন।
পরবর্তীতে ভুক্তভোগীরা জানতে পারেন, চাল গ্রহণে সরকারের পক্ষ থেকে কোনো টাকা নেওয়ার কথা নয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা টাকা ফেরতের দাবি জানালে বিতরণস্থলে হট্টগোল শুরু হয়। ঘটনাটি নিয়ন্ত্রণের বাইরে গেলে ঘটনাস্থলে উপস্থিত প্রশাসক মো. মোহেবুল্লাহ সেনাবাহিনীর সহযোগিতা চান। পরে সেনাবাহিনী উপস্থিত হয়ে ঘটনা তদন্ত করে সত্যতা নিশ্চিত করে নাসির উদ্দিন ও ইছাহক মোল্লাকে তাৎক্ষণিকভাবে আটক করে গলাচিপা থানায় সোপর্দ করেন।
এ ঘটনায় প্রশাসক মো. মোহেবুল্লাহ বাদী হয়ে গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ আসামীদের (১৫ জুলাই) মঙ্গলবার আদালতে পাঠিয়েছে।
ঘটনাটির বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং আরও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।