সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
ঘোষনা
জুলাইয়ের গণঅভ্যুত্থান বদলেছে ক্ষমতার পালা, বদলায়নি সাংবাদিকদের ভাগ্য গাজীপুরের শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি গৌরীপুরে বিএনপিতে শৃঙ্খলা রক্ষায় বড় পদক্ষেপ পাঁচ নেতা পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার গৌরীপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল রক্তক্ষয়ী রূপ নিল গলাচিপায় তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি রাজশাহীতে অপারেশনস্ ফার্স্ট লাইট অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে। যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা আসন্ন ১৪ ডিসেম্বর “শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ ” এবং ১৬ ডিসেম্বর “মহান বিজয় দিবস-২০২৫” যথাযথ মর্যাদায় উদযাপনের উপলক্ষ্যে আজ চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ৯ই নভেম্বর সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। গীতিকবি এম আর মনজু’র ৭০ তম জন্মদিন আজ ( ১০ নভেম্বর ২০২৫ ) পুঠিয়া দুর্গাপুর -৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীকে হত্যা মামলায় নাসরিন বেগম (৩৮) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ, একাধিক আসামী পলাতক চট্টগ্রামের মুরাদপুরে আজ রোববার সকালে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এসময় ধাওয়া দিয়ে তিনজন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় সাবেক জেলা পরিষদ সদস্য নাদিম গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া-৪ এ মুশফিকুর রহমানের নির্দেশে বিএনপির লিফলেট বিতরণে গণজোয়ার ব্রাক্ষণবাড়িয়া-৫ নবীনগর আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন গোপালপুরে শিক্ষকের শিক্ষক প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে আ’লীগ নেত্রী আরিফা ইয়াসমিন ময়ুরীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন নাটোরে সরকারি গাছ কাটার অভিযোগ ইউনিয়ন জামায়াত সেক্রেটারির বিরুদ্ধে

গাইবান্ধায় নদীভাঙনের শিকার অনেক পরিবার পায়নি ঢেউটিন-টাকা 

রানা ইস্কান্দার রহমান ‌
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৫৪ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ

গাইবান্ধায় চলতি বছরে বন্যার আগে ও পরে চার উপজেলার দুই সহস্রাধীক পরিবার নদীভাঙনের শিকার হয়েছে। নদীভাঙনের শিকার এসব পরিবার আশ্রয়কেন্দ্র, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, খোলা আকাশের নিচে, অন্যের জমিতে ও আত্মীয়ের বাড়ীতে ঠাঁই নিয়েছেন। বসতভিটা নদীগর্ভে হারিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। তাই তাদের জন্য দরকার জমি, ঢেউটিন ও ঘর তৈরির জিনিসপত্র কেনার জন্য নগদ টাকা।

গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের গত ২৩ জুনের তথ্যানুযায়ী, প্রায় এক সপ্তাহের বন্যায় গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ২৩টি ইউনিয়নের সর্বোচ্চ ২১ হাজার ৮৩৪ পরিবারের ৬১ হাজার ৫১৪ জন মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এই চার উপজেলার ঠিক কতো পরিবার নদীভাঙনের শিকার হয়েছে তা জানাতে পারেনি দপ্তরটি। বন্যা পরবর্তী ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয় নদীভাঙনের শিকার পরিবারগুলোর মধ্যে।এদিকে, কয়েকজন ইউপি চেয়ারম্যানের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে প্রায় ২০০ পরিবার, একই উপজেলার ফুলছড়ি ইউনিয়নে প্রায় ৩৫০ পরিবার, সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে প্রায় ৪০ পরিবার, সদর উপজেলার কামারজানী ইউনিয়নে ৩০০ এর বেশি পরিবার ও একই উপজেলার মোল্লারচর ইউনিয়নে ৪০০ এর বেশি পরিবার নদীভাঙনের শিকার হয়েছে।

এছাড়া নদীভাঙনের কবলে থাকা অন্য ইউনিয়নগুলো হচ্ছে সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়ন, বেলকা, হরিপুর, চন্ডীপুর, কাপাশিয়া, সদর উপজেলার মোল্লারচর, কামারজানী, গিদারী, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী, ফজলুপুর, কঞ্চিপাড়া, গজারিয়া, উদাখালী, সাঘাটা উপজেলার ভরতখালী, ঘুড়িদহ, সাঘাটা, হলদিয়া ও জুমারবাড়ী ইউনিয়ন। এসব ইউনিয়নের আরও কয়েকশো পরিবার নদীভাঙনের শিকার হয়েছেন। সবমিলে দুই সহস্রাধীক পরিবার নদীভাঙনের শিকার হয়েছেন চলতি বছরে বন্যার আগে ও পরে।

 

ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা বলেন, ‘এবারের বন্যায় আমার ইউনিয়নে প্রায় ২০০ পরিবার নদীভাঙনের শিকার হয়েছে। তাদেরকে সহায়তা হিসেবে মাত্র ১০ কেজি করে চাল দিয়েছি। এছাড়া তাদেরকে আর কিছু দিতে পারিনি। খুবই কষ্টে তাদের দিন কাটছে।’একই উপজেলার ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান বলেন, ‘এবার প্রায় ৩৫০ পরিবার নদীভাঙনের শিকার হয়েছে। তারা অন্যের জমিতে কোনমতে ঠাঁই নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। পরিবারগুলোর তালিকা করা হচ্ছে।

সদর উপজেলার মোল্লারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান সরকার বলেন, ‘৪০০ এর বেশি পরিবার নদীভাঙনের শিকার হয়েছে। তারা বিভিন্ন চরে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে ৭০ জনকে এখনো কোন প্রকার ত্রাণ বা সহযোগিতাই করতে পারিনি। নদীভাঙনের তালিকা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জমা দেওয়া হয়েছে। এখনো কোন ঢেউটিন ও নগদ টাকা বরাদ্দ পাইনি।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ বলেন, ‘নদীতে পানি কমে যাওয়ায় কিছু পরিবার নদীভাঙনের শিকার হচ্ছে। এখনো কোন ইউপি চেয়ারম্যান এরকম কোন তালিকা আমাকে দেননি। তবে চেয়ারম্যানদের কাছে তালিকা চাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা পেলে পুনর্বাসনের জন্য তা গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কাছে পাঠানো হবে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস. এম. ফয়েজ উদ্দিন বলেন, ‘বন্যায় নদভাঙনের শিকার মানুষদের জন্য ঢেউটিন চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আবেদন করা হয়েছে। কোন ইউএনও এখনো নদীভাঙনের শিকার মানুষদের তালিকা জমা দেননি বা ঢেউটিনের চাহিদা দেননি। তারা চাহিদা দিলে ও অধিদপ্তর থেকে ঢেউটিন পেলে ক্ষতিগ্রস্থদের দিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991