সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
ঘোষনা
ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ভাটোপাড়ায় বিক্ষোভ মিছিল চাকরিচ্যুত কারারক্ষী মনিরুল ইসলাম বিরুদ্ধে যত অভিযোগ গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানলো জাতীয় কবিতা পরিষদ । হৃদয়ে-হাহাকার লেখকঃ- খান সেলিম রহমান: সাতক্ষীরায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক-১ জন পটুয়াখালীর গলাচিপায় হাবিবুর রহমান নামে এক ব্যক্তি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করায় যেতে হলো কারাগারে  কুষ্টিয়ায় দেশের শীর্ষ চাল ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় শাকিল নামে একজন গ্রেপ্তার ডুবাই প্রবাসীর সাথে প্রেমের নামে প্রতারণা: অভিযুক্ত লালমোহনের আখি আক্তার গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানলো জাতীয় কবিতা পরিষদ 

গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানলো জাতীয় কবিতা পরিষদ ।

রিপন শান 
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৮ বার পঠিত

জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ‘প্রতিবাদসভা ও প্রতিবাদী কবিতাপাঠ’ অনুষ্ঠিত হয়েছে।

 

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিনের পরিচালনায় ৮ এপ্রিল ২০২৫, বিকাল ৪ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান, জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য – কবি মতিন বৈরাগী, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ঢাবির শিক্ষক ও লেখক শাকিল সবুর, জাতীয় কবিতা পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহীন রেজা, সামাজিক সংগঠন বিকল্প ভাবনার সভাপতি শিক্ষিকা লুৎফুন নাহার খুকুমণি।

 

কবিতা পাঠ করেন গীতিকবি শহিদুল্লাহ ফরায়জী, কবি শ্যামল জাকারিয়া, কবি রফিক হাসান, কবি রফিক চৌধুরী, কবি ইউসুফ রেজা, কবি আবীর বাঙালী, কবি এবিএম সোহেল রশিদ, কবি নুরুন্নবী সোহেল, কবি আসাদ কাজল, কবি রোকন জহুর, কবি রেহানা সালাম, কবি শিমুল পারভিন, কবি নাসরিন ইসলাম শেলী, কবি জামিল জাহাঙ্গীর, কবি সবুজ মনির, কবি কাব্য রাসেলসহ দেশের প্রথিতযশা কবিগণ। এছাড়াও এই অনুষ্ঠানে দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক, সাংবাদিক, মুক্তচিন্তার মানুষ, সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সভায় প্রবীন রাজনীতিবিদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন- সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখতে বিশ্ব-মোড়ল আমেরিকার মদদে স্বাধীন ফিলিস্তিনের জনগণের উপর এই বর্বরোচিত হামলা ১৯৭১ সালের আমাদের মহান মুক্তযুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়। যেখানে ইয়াহিয়ার প্রত্যক্ষ মদদে বাঙালিদের হত্যা করে হয়েছিল ঠিক একইভাবে আজ গাজায় গণহত্যা চালানো হচ্ছে। আমরা বিশ্ববাসীকে এই গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও্যার আহ্বান জানাই।’ মাহমুদুর রহমান মান্না বলেন- বাংলাদেশের জনগণ মেজর জলিলের নেতৃত্বে পূর্বে যেমন ফিলিস্তিন জনগণের জান-মাল রক্ষায় সরাসরি যুদ্ধে গিয়েছিল এবং সেখানে কেউ কেউ শহীদ হয়েছিল, প্রয়োজনে তেমনিভাবে আবারও আমরা যুদ্ধে যাবো। তিনি আরো বলেন, জাতীয় কবিতা পরিষদ সবসময় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে, তাদের আজকের এই সময়োচিত উদ্যোগকে আমি প্রশংসা করি।’ বক্তব্য শেষে তিনি স্বরচিত কবিতাপাঠ করে শোনান। সাংবাদিক আবু সাইদ খান বলেন- গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতেই হবে। নাহলে সাম্রাজ্যবাদের এই যুদ্ধ যুদ্ধ খেলা আর ধ্বংসযজ্ঞ বন্ধ হবেনা।’ সাইফুল হক বলেন- আজ হোক কাল হোক মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ও প্রমাণিত খুনি নেতানিয়াহুকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তার বিচার হবেই।’ শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন–বাংলাদেশের সংগ্রামী মানুষ ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পাশে সবসময় ছিল এবং থাকবে।’

সভাপতির বক্তব্যে কবি মোহন রায়হান বলেন- ফিলিস্তিনি জনগণের পক্ষে প্রয়োজনে বাংলাদেশের কবিরা সরাসরি যুদ্ধে সামিল হবে।’ সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন বলেন- পৃথিবীতে কবিরা সবসময় সব অনাচারের বিরুদ্ধে লড়াই করেছে। ফিলিস্তিনের গাজাবাসিসহ বিশ্বের সব নিপীড়িত মানুষের পক্ষে ও গণহত্যার বিরুদ্ধে কবিরা সবসময় জাগ্রত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991