বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।বিএনপির গোপালপুর উপজেলা কার্যালয়ে মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নাজমা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত,শহর বিএনপির সাধারণ সম্পাদক মো: চান মিয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা যুবদলের সভাপতি মো: সাইফুল ইসলাম লেলিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: জাকির হোসেন প্রিন্স,জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উপজেলা সভাপতি মো: শাহানুর আহমেদ সোহাগ,গোপালপুর উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা,গোপালপুর শহর যুবদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন,রানু বেগম,নুরজাহান বেগম প্রমুখ।বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ বেগমের সঞ্চালনায় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।