
এস এম জসিম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:-
শীতের প্রচণ্ড তীব্রতা বিবেচনায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গভীর রাতে নিজে উপস্থিত হয়ে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন সড়কে অবস্থানরত অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগের আওতায় আজ রাতে মোট ৫০০টি কম্বল বিতরণ করা হয়। সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত জেলা প্রশাসক চট্টগ্রাম মহানগরের ডিসি হিল, কাজীর দেউড়ি, সিআরবি, রেলস্টেশন এলাকা, শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকা এবং মেহেদীবাগ এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।
শীতের এই দুঃসময়ে জেলা প্রশাসকের সশরীরে উপস্থিতিতে শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ও আশার বার্তা পৌঁছে যায়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
