মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
ঘোষনা
ক্যান্সার আক্রান্ত সুরাইয়া বেগম কে আর্থিক সহায়তা প্রধান অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন। আখাউড়া পৌরসভা মসজিদ পাড়া ৪নং ওয়ার্ডে এক ঝুলন্ত লাশ উদ্ধার নীলফামারীর ওয়ালীউল্লাহ অলি বিশ্ব হ্যান্ডরাইটিং চ্যাম্পিয়ন বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব ভূমি কর্মকর্তার মেহেদির ঘুষের ফাঁদে শিক্ষক, সরকারি খাল উদ্ধারেও অনিয়মের অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরে মেঘনা গ্রুপের ইউনিক সিমেন্টের নির্মান শিল্পী সম্মেলন অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে ১৪০ (একশত চল্লিশ) বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার। হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাসউদ খান জয় নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, আদালতে আসামির আত্মসমর্পণ ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৭ ঝিনাইদহে সরিষার তেলে পোড়া মবিল, একজনের যাবজ্জীবন চট্টগ্রামে লায়ন্স ক্লাবগুলোর যৌথ উদ্যোগে দিনব্যাপী মানবসেবামূলক কার্যক্রম। রাজশাহী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ইমদাদুল হক চ্যানেল এস টিভির রাজশাহী প্রতিনিধি নিযুক্ত জনগণের আস্থা পুনরুদ্ধারে ফরিদগঞ্জে বিএনপির ব্যাপক গণসংযোগ কর্মসূচি সাহেবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ভাটারা থানা জিতলো জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল ফরিদগঞ্জে বিএনপি’র গণসংযোগে জনস্রোত — ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণে লায়ন হারুনুর রশিদ লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ এর ডক্টরেট ডিগ্রি অর্জন ফরিদগঞ্জে বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ ধানের শীষের পক্ষে ঘরে ঘরে পথসভা, সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলায় ভূমি জরিপের এ্যাডস্টেশন নামে চলছে টাকার মহাউৎসব।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
ভোলা জেলার চরফ্যাশনে উপজেলা দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা ও দক্ষিণ চর আইচা মৌজার ডিজিটাল ভূমি জরিপের জমির পরিমাণ ও দাগ খতিয়ান ঠিক রাখতে ও ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমি জরিপের লোকজনকে টাকা দিতে বাধ্য হচ্ছেন। দক্ষিণ আইচা ও দক্ষিণ চর আইচা সহ ২টি মৌজায় ২০২১ সালের ডিসেম্বর শেষ দিকে জরিপের সংশ্লিষ্ট সার্ভেয়ার কর্তিক পর্চা দেওয়া শেষে হয়েছে।, উক্ত পর্চা এ্যাডস্টেশন করতে প্রতি র্পচায় এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত আদায় করেন দায়িত্বপ্রাপ্ত উপসহকারী সেটেলমেন্ট অফিসার বরকতউল্লাহ। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,গত বছরের এপ্রিল মাস থেকে উপজেলার দক্ষিণ আইচা ও দক্ষিণ চর আইচা,মৌজায় (বি ডি এস) ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের কাজ শুরু হয়। দক্ষিণ আইচা ও দক্ষিণ চর আইচা মৌজায় ১৩টি সিট করা হয়েছে। প্রতিটি সিটে জন্য মোট ৩জন সার্ভেয়ার নিয়োগ দেওয়া হয়েছে। গতবছরের ডিসেম্বর মাসের শেষ দিকে সবকয়টি মৌজায় মাঠ জরিপের কাজ শেষ করে পর্চা দেওয়া সম্পন্ন হয়েছে। উক্ত পর্চা এ্যাডস্টেশন করার জন্য চলতি মাসের ফেব্রুয়ারি ১৪ তারিখ থেকে শুরু হয়। গতকাল(২৩ফেব্রুয়ারি)
রোজ বুধবার সরেজমিনে তদন্ত করতে গেলে কথা হয় অন্তত ৫০ জন জমির মালিকের সাথে। তারা জানান, জমির রেকর্ডভুক্ত করতে আমাদের সবারই কমবেশি টাকা খরচ হয়েছে কারো টাকা ছাড়া কাজ হয়নি।

অভিযোগ সূত্রে দক্ষিণ আইচা মৌজার মোঃ মিলন বলেন, সাবেক ২৮০ নং দাগে আমার দখল ও মালিকানা সংক্রান্ত সব কাগজপত্রে কোনো সমস্যা নেই। জমি রেকর্ডভুক্তের পর্চা এ্যাডস্টেশন করতে গেলে ৫ হাজার টাকা দাবি করেন উপসহকারী সেটেলমেন্ট অফিসার বরকতউল্লাহ। টাকা দিতে অস্বীকৃতি জানালে জমির পর্চা এ্যাডস্টেশন করতে নানা তালবাহানা শুরু করলে পরে ২ হাজার ৫শ,টাকা দেওয়ার পর জমির পর্চা এ্যাডস্টেশন করতে রাজি হন উপসহকারী সেটেলমেন্ট অফিসার বরকতউল্লাহ ।

আরো অভিযোগ করে মোঃ রফিক উদ্দিন বলেন দক্ষিণ চর আইচা মৌজায় আমার পর্চা এ্যাডস্টেশন করতে উপ সহকারী সেটেলমেন্ট অফিসার বরকতউল্লাহর,২হাজার টাকা নেয়। মোঃ ইয়াসিন বলেন বলেন দক্ষিণ আইচা মৌজায় আমার ২৭ শতাংশ জমির পর্চা এ্যাডস্টেশন করতে ৫হাজার টাকা দাবী করলে। আমি ঝামেলা করে ২ হাজার টাকা দিয়ে পর্চা এ্যাডস্টেশন করে নিয়ে আসি ।

এমন অভিযোগ সম্পর্কে উপ সহকারী সেটেলমেন্ট অফিসার বরকতউল্লাহ কথা বলতে রাজি নয়।

দক্ষিণ আইচা ও দক্ষিণ চর আইচা মৌজায়, নাম প্রকাশ না করার শর্তে একাধিক জমির মালিক জানান, খতিয়ান প্রতি এট স্টেশন করতে নিম্নে এক হাজার টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা পর্যন্ত আদায় করে আবার কারো কাছ থেকে আরো বেশি টাকা নেওয়া হচ্ছে। টাকা ছাড়া কোনো কাজ হয়না। উপজেলার চরমানিকা ইউনিয়নে ২ টি মৌজায় ডিজিটাল ভূমি জরিপের নামে জরিপদলের লোকজন এপর্যন্ত তিন থেকে চার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান তারা।

চরফ্যাশন উপজেলা সহকারি সেটেলমেন্ট অফিসার শফিকুল ইসলাম জানান, ডিজিটাল ভূমি জরিপ কাজের জন্য টাকা পয়সা নেওয়ার কোনো বিধান নাই। জরিপকাজের জন্য কারো বিরুদ্ধে টাকা নেওয়ার সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার জনাব আল নোমান বলেন, ভূমি জরিপের বিষয়ে কারো কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কোন জমির মালিক লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।

অভিযোগ সংক্রান্ত বিষয়ে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসার জনাব মো: রেজাউল বারী,বলেন ভূমি জরিপের পর্চা এট স্টেশন করতে সরকার নির্ধারিত ফি ১০০টাকা। বাড়তি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি আমি খতিয়ে দেখছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991