
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ ব্যাপক গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় ও দোয়া কর্মসূচি শুরু করেছেন। তিনি বলেন, “এই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার ফিরিয়ে নিতে প্রস্তুত হয়েছে। মানুষ পরিবর্তন চায়, মানুষ ধানের শীষ চায়।”
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে রূপসা উত্তর ইউনিয়নের রুস্তুমপুর বাজারে উপস্থিত হাজারো নারী-পুরুষের ভালোবাসায় সিক্ত হন লায়ন হারুন। দোকানপাট, বাজার, পথঘাট—সব জায়গায় তাকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বাজারে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান এবং বলেন— “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রের মাতৃত্ববহ ভূমিকা পালন করেছেন। আজ তিনি অসুস্থ। আপনাদের সবার দোয়া চাই যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।”
রুস্তুমপুর বাজার থেকে তিনি স্থানীয় গ্রামগুলোতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। ঘরে ঘরে মা-বোনদের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে সমর্থন চান।
গ্রামের ১১০ বছরের এক প্রবীণ ভোটার তার হাত ধরে বলেন— “মা খালেদা জিয়া আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, আমরা আল্লাহর কাছে তার রোগমুক্তি চাই। এবার সুযোগ এলে ধানের শীষেই ভোট দিব।”
নতুন ভোটার হওয়া এক তরুণী বলেন— “এই প্রথম আমি ভোট দেব। আমার ভোটের প্রতীক ধানের শীষ। কারণ আমি পরিবর্তন চাই।”
লায়ন হারুন বলেন— “দেশের মানুষ গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি। যারা তখন নতুন ভোটার ছিল তারা এখন ৩৬ বছরের যুবক-যুবতী। তারা আমাকে একথা স্পষ্টভাবে জানিয়েছেন যে এবার তারা ভোট দিয়ে নিজেদের অধিকার ফিরিয়ে নেবেন। আর সেই ভোটটি যাবে জাতীয়তাবাদী আদর্শের প্রতীক ধানের শীষে।”
তিনি আরও বলেন— “কোনো নেতা আমার পেছনে দাঁড়ালে হবে না। সবাইকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে।”
গণসংযোগ চলাকালে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেক নারী ঘরের কাজ ফেলে এসে লায়ন হারুনুর রশিদকে শুভেচ্ছা জানান। তারা বলেন— “বেগম খালেদা জিয়া দেশের মা। তার সুস্থতার জন্য আমরা প্রতিদিন দোয়া করি। এবার আমরা ধানের শীষের বিজয় চাই।”
তরুণরা লায়ন হারুনকে ঘিরে বিভিন্ন উন্নয়ন প্রয়োজনের কথা বলেন— এলাকায় উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, সড়ক উন্নয়ন, অব্যাহত বৈদ্যুতিক সমস্যা সমাধান, ক্রীড়া সুবিধা সম্প্রসারণ।
তরুণরা বলেন— “বিগত সময়ে হারুন ভাই এলাকায় উন্নয়ন করেছিলেন। এবার সুযোগ পেলে ফরিদগঞ্জকে আরও এগিয়ে নেবেন।”
লায়ন হারুনুর রশিদের এই গণসংযোগে অংশ নেন—
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী
পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক টুটুল পাটওয়ারী
উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটওয়ারী
রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম বাবু
সাবেক সাংগঠনিক সম্পাদক আ. জলিল
ফারুক হোসেন, সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন প্রমুখ নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা বলেন— “ফরিদগঞ্জের মানুষ এবার পরিবর্তনের পক্ষে। তারা ধানের শীষকে বিজয়ী করতে নিজ নিজ এলাকায় কাজ করে যাচ্ছে।”