 
																
								
                                    
									
                                 
							
							 
                    
স্টাফ রিপোর্টারঃ
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ০৮ এপ্রিল ২০২২ ইং তারিখ ০১৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের মোঃ সারওয়ার্দি @ সাহু (৪৫) এর বসত বাড়ীর সামনে আঙ্গিনায় বড় সুড়ঙ্গের নিকট হতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহ্রিয়ার এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্ব্বে্ব একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ফেন্সিডিল-৪০০(চারশত) বোতল (খ) মোবাইল ফোন-০১(এক)টি এবং (গ) সীমকার্ড-০১(এক)টি সহ আসামী  ১। মোঃ সারওয়ার্দি @ সাহু (৪৫), পিতা-মৃত- ফজলুর রহমান, মাতা-মৃত- মাবিয়া, গ্রাম তেলকুপি লম্বাপাড়া, থানা- শিবগঞ্জ,জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে হাতেনাতে গ্রেফতার করে।জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত বর্ডার থেকে আমদানীকৃত নিষিদ্ধ ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে তার বসত বাড়ীতে বিশেষ কায়দায় তৈরী সড়ঙ্গের ভিতর রক্ষিত রেখে খুচড়া হিসেবে বিক্রয় করত। 
উল্লিখিত জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে সে নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।