
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-২ (আলমডাঙ্গা-দামুড়হুদা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক মনোনয়ন প্রাপ্ত নেতা মাহমুদ হাসান খান বাবুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় গড়াইটুপি ইউনিয়ন বিএনপির পক্ষে অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ প্রিয় নেতা মাহমুদ হাসান খান বাবুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অ্যাডভোকেট পারভেজ বলেন, “আমাদের গর্ব, আমাদের আশা—মাহমুদ হাসান খান বাবু ভাই চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির শক্ত অবস্থানকে আরও সুদৃঢ় করবেন। তিনি জনগণের নেতা, তৃণমূলের আস্থার প্রতীক।” নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, বাবু ভাইয়ের নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ।