
নিজস্ব প্রতিবেদক
যোগদান ও দায়িত্ব গ্রহণ চুয়াডাঙ্গা জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোঃ কামাল হোসেন। আজ তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান শেষে স্বাক্ষর করে তাঁর নতুন দায়িত্বের কার্যক্রম শুরু করেন।
যোগদান উপলক্ষে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। সরকারি দায়িত্ব পালনে তাঁর প্রতি তারা পূর্ণ আস্থা ও সহযোগিতার কথা ব্যক্ত করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে নতুন জেলা প্রশাসক বলেন— “জনগণের সেবা হবে আমার প্রথম অগ্রাধিকার। আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রমের গতিশীলতা এবং মানুষের দোরগোড়ায় সরকারি সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
জেলার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহল মনে করছেন, তাঁর যোগদানের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনে নতুন উদ্যম সৃষ্টি হবে। উন্নয়ন কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা করছেন তারা।
জেলার সাধারণ মানুষ আশা প্রকাশ করছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে নাগরিক সেবার মান উন্নত হবে, প্রশাসনের স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।