
আশীষ বিশ্বাস সিনিয়র স্টাফ রিপোর্টার:
নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে নিজ এলাকায় ফেরেন। তাকে বরণ করে নিতে নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণের ঢল নামে জলঢাকা জিরোপয়েন্ট এলাকায়। ফুলের মালায় সিক্ত করে প্রিয় এই নেতাকে স্বাগত জানান শতশত মানুষ। এর আগে সৈয়দপুর বিমানবন্দরে ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীকে অভ্যর্থনা জানাতে কয়েকশো নেতা-কর্মী সমবেত হন। পরে বিশাল গাড়িবহর নিয়ে তাকে জলঢাকায় নিয়ে আসা হয়। নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশে দেওয়া বক্তব্যে ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী বলেন, “দীর্ঘ সময় ধরে এই উপজেলার জনসাধারণের পাশে ছিলাম, সুখে-দুঃখে সবাইকে সঙ্গে পেয়েছি। আজকের এই দিনটি আমার জীবনের এক স্মৃতিময় মুহূর্ত।” তিনি আরও বলেন, “বিএনপি থেকে যাকে এই আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে, আমি তার পক্ষে থেকে কাজ করব।” পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জলঢাকা উপজেলার মরহুম আনারুল হক কবির চৌধুরীর পুত্র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী একসময় জলঢাকা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকার রাজনৈতিক অঙ্গনে তার জনপ্রিয়তা এখনও অটুট। স্থানীয়রা জানিয়েছেন, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মনোনীত প্রার্থী হিসেবে তাকে পুনরায় দেখতে চান তারা। উল্লেখ্য, ২০২৪ সালের জলঢাকা পৌরসভা উপনির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীকে বহিষ্কার করা হয়। তবে গত ২৪ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক আদেশে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর প্রত্যাবর্তনে এখন নতুন করে প্রাণ ফিরেছে জলঢাকার বিএনপি অঙ্গনে, এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।