
মোঃ-মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর:-
মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে জামালপুর জেলা বিএনপি। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টায় শহরের গেইটপাড়াস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা, দলীয় ব্যানার ও বিজয় দিবসের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
র্যালির আগে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন লোটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা। এই চেতনাকে বারবার বাধাগ্রস্ত করেছে স্বৈরাচারী পতিত শেখ হাসিনা৷
ক্ষমতাসীন দলের রক্তচক্ষু উপেক্ষা করে গত ১৭ বছর ধরে বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে গণতান্ত্রিক আন্দোলন চালিয়েছে। গণতন্ত্র পূর্ণভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।
তিনি বিজয় দিবসকে শপথের দিন উল্লেখ করে বলেন, সবাই ঐক্যবদ্ধ থেকে,দেশে পুনরায় গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে হবে।
এসময় জেলা বিএনপি,উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র্যালিতে জাতীয় পতাকা,দলীয় ব্যানার ও বিজয় দিবসের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ।