শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
ঘোষনা
লক্ষ্মীপুরে রায়পুর ২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী জেলা আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়ার চররুহিতা ইউনিয়ন পথযাত্রা শোডাউন ও উঠোন বৈঠক মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্য বিনষ্ট হলে ভারতীয় আধিপত্যবাদ ফেরার শঙ্কা তৈরি হবে: রাশেদ খান ঝিনাইদহ ৪ আসনে মাওলানা আবু তালেব বলেন আমার জনপ্রিয়তাই এখন তাদের আতঙ্ক, অন্ধকারেই ছিঁড়ছে পোস্টার দেওজানা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনি ফুটবল নাইট টুর্নামেন্টের শুভ উদ্বোধন সরাইল বড্ডা পাড়া আলামীন দাখিল মাদ্রাসার সামনে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত শ্রীপুরে, বিএনপির প্রার্থী হওয়ার চেষ্টা, সেই সাবেক ছাত্রদল নেতা এনামুল হক মোল্লা সহ ৭ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। ময়মনসিংহে দুই পৃথক হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক রায় বগুড়া শেরপুর সীমাবাড়ী ইউনিয়নে যুবদলের ও ছাত্রদলের নির্বাচনী প্রচারণা ঢাকায় বিজিএমইএ কমপ্লেক্সে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিজয়নগরে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগকালে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে বিএনপি। রংপুর মহানগরের বুড়ীরহাটে, রায়হান সিরাজীর নির্বাচনী অফিস মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৬ তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে তানোরে ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন আমজনতার দলকে নিবন্ধনের আহ্বান ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশের তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় যে উন্নয়ন হয়েছে তা আর কেউ করেনি — ভিপি সাইফুল নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ঝিনাইদহ ৩ আসনে জামায়াত নেতা প্রফেসর মতিয়ার রহমানের গনসংযোগ মনপুরা উপজেলায় নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান

জেলার উন্নয়ন কর্মকাণ্ডে ভোলার সকল মানুষের  সহযোগিতা চাই । আজাদ জাহান, নবাগত জেলা প্রশাসক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

 

ভোলা প্রতিনিধি: দ্বীপজেলা ভোলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আজাদ জাহান। জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ১৯৭৫ সালে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ শাহজাহান আলী একজন শিক্ষক ছিলেন। চার ভাই বোনের মধ্যে তিনি সকলের বড়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে তিনি অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। ২৫ তম বিসিএস উত্তীর্ণ হয়ে তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে এসিল্যান্ড, ইউএনও, এডিসিসহ ফিল্ড লেভেলের বিভিন্ন দায়িত্ব পালন করে সবশেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৫ আগস্ট ২০২৪ এর পটপরিবর্তনের পর ১২ সেপ্টেম্বর তিনি দ্বীপজেলা ভোলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।

অতিসম্প্রতি তিনি তাঁর কার্যালয়ে মতবিনিময় করেছেন একঝাঁক তারুণ্যদীপ্ত গণমাধ্যমকর্মীর সাথে। মতবিনিময়কালে তিনি দৈনিক মাতৃজগতের সহব্যবস্থাপনা সম্পাদক ও মাতৃজগত টিভির পরিচালক  রিপন শান  এর সাথে তাঁর ভোলায় যোগদান ও নানাবিধ পরিকল্পনা নিয়ে বলেছেন খোলামেলা কথা। অত্যন্ত ভদ্র মার্জিত সুরুচিবান এই প্রশাসকের সাথে আলাপচারিতার নির্যাস মুক্তবুলির পাঠকদের জন্য তুলে ধরা হলো ##

মাতৃজগত # দ্বীপজেলা ভোলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করে এ কদিনে তার অনুভূতি কি ?

আজাদ জাহান #  এক কথায় আমি অভিভূত। ধান সুপারি ইলিশ এবং মহিষের দধি সমৃদ্ধ দেশের বৃহত্তর দ্বীপদেশ ভোলায় এসে আমি দারুণভাবে আনন্দিত উদ্বেলিত এবং অভিভূত। এ ক’দিনে ভোলার মাটি মানুষ ও প্রকৃতির সঙ্গে আমার একটি আত্মার সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। আমার মনে হয়েছে গাঢ় সবুজের মহিমায় পরিপূর্ণ এ দ্বীপভূমির মানুষের মনগুলো সবুজ এবং সহজ সরল। আমি আমার নতুন কর্মস্থল ভোলাকে ভালোবেসে ফেলেছি ।

মাতৃজগত # ভোলার সামগ্রিক সমস্যা সমূহের সমাধানে আপনার চিন্তাভাবনা কি ?

আজাদ জাহান # ইতোমধ্যেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমার কথা হয়েছে। ভোলার সমস্যাগুলো অনেকটাই আমি জানতে পেরেছি। এখানকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, বিদ্যুৎ, প্রকৃতি প্রদত্ত গ্যাস নিয়ে অনেক সমস্যা রয়েছে। শিক্ষার মানগত ক্ষেত্রে ভোলা অনেক পিছিয়ে রয়েছে। একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়া সত্বেও এখানে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। এটি ভোলার একটি বিশেষ সমস্যা। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে ভোলার অনেককেই সন্তানদেরকে ঢাকায় রেখে পড়াশোনা করাতে হচ্ছে। এজন্য ভোলায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অপরিহার্য। এছাড়া স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন সমস্যা রয়েছে। আমি এই সব কিছুর উপরে কাজ করছি। এসব সমস্যা সমূহ সমাধানের জন্য আমার অবস্থান থেকে যেভাবে প্রচেষ্টা চালানোর দরকার আমি সব ব্যবস্থাই নেব ইনশাআল্লাহ। আমি জানি সব কিছুর সমাধান আমার হাতে নেই। কিন্তু সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগসমূহে প্রচেষ্টা চালানোর কাজটি আমি নিরলসভাবে করে যাব।

মাতৃজগত # ভোলার গণমাধ্যমকর্মীরা আপনার কাছ থেকে কী ধরণের সহযোগিতা পাবে ?

আজাদ জাহান # গণমাধ্যম জীবনের আয়না। আর গণমাধ্যমকর্মী জাতির বিবেক। একটি দেশকে একটি দেশের মানুষকে এগিয়ে নিতে হলে যে কোনো প্রশাসনকে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা নিতে হয়। জেলার সমস্যা সম্ভাবনা এগুলো গণমাধ্যমকর্মীরাই তুলে ধরবেন। সকল ভালো কাজেরই ফোকাস দরকার । যে কাজটা সাংবাদিকরা আন্তরিকতার সাথে করে থাকেন । আমি যতটুকু জানতে পেরেছি, ভোলাতে গণমাধ্যমকর্মীরা ব্যাপক সক্রিয় । যেহেতু এটা একটা দ্বীপজেলা ; এখানকার মানুষের জীবন বৈরী প্রকৃতির সাথে সংগ্রাম করতে করতে অভ্যস্ত। কাজেই এখানে সংবাদেরও রয়েছে বিপুল ভান্ডার। বিচিত্র প্রকৃতি ও বিপুল সম্ভাবনার ভোলা জেলায় সাংবাদিকতা পেশার একটা অফুরাণ সমৃদ্ধি থাকবে এটা ধরেই নেয়া যায়। ব্যক্তিগতভাবে আমি লেখক গবেষক সাংবাদিকদের খুব ভালোবাসি। ভোলার যে কোনো প্রান্তের যে কোনো সাংবাদিকদের জন্য আমার মুঠোফোন সবসময় খোলা থাকবে- কথা দিচ্ছি। যে কোনো বিষয়ে সাংবাদিকগণ আমার শরণাপন্ন হলে আমি ষযারপরনাই পাশে থাকবো ।

মাতৃজগত # ভোলাবাসীর প্রতি আপনার কোনো বক্তব্য আছে ?

আজাদ জাহান

আমি ভোলা ও ভোলার জনগণকে ভালোবাসি। এখানকার সামগ্রিক উন্নয়ন কাজে আমি ভোলার সর্বস্তরের দায়িত্বশীল নাগরিকদের সহযোগিতা চাচ্ছি। ভোলার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা যেসব উদ্যোগ নেব, যেসব প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করব সেক্ষেত্রে ভোলাবাসী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো। ভোলার সকল সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সুশীল সমাজসহ সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল। আর আহ্বান রইলো-  জেলার সকল কল্যাণকাজে যেন সকলের হাতগুলো একসঙ্গে এগিয়ে আসে ।

মাতৃজগত # আপনার ব্যস্ত সময় থেকে দৈনিক মাতৃজগতকে সময় দেয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

আজাদ জাহান # ধন্যবাদ দৈনিক মাতৃজগত পরিবারকে । মাতৃজগতের সকল পাঠককে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991