
ওয়াজেদ নয়ন সংবাদ প্রতিবেদক: জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৭নং সিধুলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চর ভাটিয়ালী গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। শুক্রবার বিকেলে নানার বাড়ি বেড়াতে এসে একই পরিবারের ছেলে ও মেয়ের ঘরের সন্তানরা একসঙ্গে চার জন সাথে আরো একজন ঝিনাই নদীতে গোসল করতে নামে। হঠাৎ নদীতে পানির হালকা স্রোতে একজন তলিয়ে যায় একে একে উদ্ধারের জন্য চার জনই নামে এবং পানিতে পড়ে খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে নামেন। দীর্ঘ সময় চেষ্টার পর প্রথম দিন শুক্রবার তিনজন পরের দিন শনিবার একজন উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্ব শেষ লাশটি আজ সকালে পানিতে ভেসে উঠে পাঁচজনেরই নিথর দেহ পাওয়া যায়। নিহতরা হলেন—পলি আক্তার ১০(পিতা দুদু মিয়া, মাতা হাসি বেগম, গ্রাম ভাটিয়ালী), আবু হোসেন (মাতা হাসি বেগম, গ্রাম চর ভাটিয়ালী), সাইবা আক্তার ১০ (পিতা নূর ইসলাম, মাতা ইতি বেগম, গ্রাম কাজিয়া বাড়ী), কুলছুমা আক্তার ১০ (পিতা আজাদ মিয়া, মাতা পরিনা বেগম), এবং বৈশাখী ৯,(পিতা হোসেন আলী, মাতা চায়না বেগম, চর ভাটিয়ারী )। স্থানীয় ইউপি সদস্য নিশ্চিত করেছেন, নিহত সবাই একই পরিবারের ছেলে ও মেয়ের ঘরের সন্তান। তারা নানার বাড়ি বেড়াতে এসেছে একজন আরেক ফ্যামিলির,এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় গোটা এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন। স্থানীয়দের ভাষায়—নদীর ঐপারে এমন দৃশ্য আমরা জীবনে দেখিনি; একই যায়গায় পাঁচটি লাশ পাশাপাশি পড়ে আছে। পরিবারের এই অপূরণীয় ক্ষতি সইবার তৌফিক দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানাচ্ছেন সবাই। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে দেশজুড়ে নেমে আসে গভীর শোক ও সমবেদনার ঢেউ।