মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ বুধবার (১২ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে আইনজীবী ঐক্য পরিষদ, ঝিনাইদহ জেলা শাখা। সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার আজ মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে। বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, বিচার বিভাগের মর্যাদা ও জনগণের ভোটাধিকার রক্ষায় আইনজীবী সমাজকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। বক্তারা সরকারের স্বেচ্ছাচারিতা, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার-নির্যাতন ও বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি করেন। সমাবেশে জেলা আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন। শেষে সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে আদালত প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।