
মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ভোরের আলো ফোটেনি তখন। ধানক্ষেতে কাজের প্রস্তুতি নিতে বাড়ি থেকে বের হয়েছিলেন অনেকে। হঠাৎই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাঙ্গিয়ার পোতা গ্রামে—ধানের আইলে পড়ে আছে এক মানুষের নিথর দেহ। কাছে গিয়ে দেখা যায়, তার হাত-পা বাঁধা, গলায় দড়ি পেঁচানো। পরে জানা যায়, তিনি স্থানীয় কৃষক ইসাহাক আলী (৬৫)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বংকিরা–রাঙ্গিয়ার পোতা সড়কের বচদাড়ির মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ইসাহাক আলী ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে যাওয়ার পথে তারা মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষ বলছেন, ইসাহাক আলী ছিলেন পরিশ্রমী কৃষক। কারও সঙ্গে তার শত্রুতা ছিল না। তাই কেন, কে বা কারা তাকে হত্যা করল—তা নিয়ে দেখা দিয়েছে নানা জল্পনা।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করে মাঠে ফেলে গেছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।”
পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তদন্তে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে অভিযান চলছে।