
সৈয়দ উসামা বিন শিহাব ষ্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুরে ঢাকা-১৬ আসন ও ঢাকা উত্তর মহানগর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টার সময় শুরু হওয়া এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা পুরো মিরপুর এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। গণমিছিলে নেতৃত্ব দেন ঢাকা-১৬ আসনের বিএনপি নেতা ও ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। মিছিলটি মিরপুর-১২ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে মিরপুর-১০ গোলচত্বর প্রদক্ষিণ করে পুনরায় মিরপুর-১২ তে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের দমননীতি, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড ও জনগণের ভোটাধিকার হরণে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানান। কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আহ্বায়ক আমিনুল হক বলেন, “মিরপুরবাসী সব সময় বিএনপির শক্তি ও সাহসের প্রতীক। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণের দুঃখ-দুর্দশায় সব সময় পাশে থাকব এবং মিরপুরের মানুষের কল্যাণে কাজ করে যাব। পরে শান্তিপূর্ণভাবে গণমিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।