
কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
“ফল খাওয়ার অভ্যাস গড়ি, সুস্থ জীবন নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ফল মেলা। আজ বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় উপজেলার দিলরুবা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশি ফল শুধু রুচির বিকাশ নয়, বরং এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সুস্থ জীবনযাপনের অন্যতম সহায়ক। তারা বলেন, দেশীয় মৌসুমি ফল ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টিঅক্সিডেন্ট ও খাদ্য আঁশের গুরুত্বপূর্ণ উৎস।
বক্তারা প্রতিটি পরিবারকে বাড়ির আঙিনা, ছাদ বা ফাঁকা জমিতে ফলদ গাছ রোপণের আহ্বান জানান। এটি একদিকে যেমন পুষ্টির চাহিদা মেটাবে, অন্যদিকে হতে পারে বাড়তি আয়ের উৎস।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বিল্লাল হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জনাব শুভজিত রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাবা ফারজানা ইয়াছমিন এবং বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা।
ফল মেলায় বিভিন্ন ব্লক ও কৃষক প্রতিনিধিরা অংশ নেন। মেলায় দেশীয় ফল প্রদর্শনী, চারার স্টল, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ফলদ বৃক্ষ রোপণের পরিকল্পনা বিষয়ে তথ্য বিনিময় অনুষ্ঠিত হয়।
এই মেলা আগামী তিন দিন ব্যাপী চলবে, যেখানে দর্শনার্থীরা দেশি ফল সম্পর্কে সচেতনতা অর্জনের পাশাপাশি গাছ লাগানোর অনুপ্রেরণাও পাবেন।