
০৮/০৫/২০২২ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার (এফ এফ), সাবেক সংসদ সদস্য (৯ম জাতীয় সংসদ) ব্রাহ্মণবাড়িয়া – ৫ (নবীনগর উপজেলা) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকনের (৭৩) মরাদেহ গতকাল রবিবার (০৮/৫/২২) সকাল ১১টায় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন ইউএনও একরামুল ছিদ্দিক, মেয়র এডভোকেট শীব শংকর দাস, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা কাজী জহির উদ্দিন ছিদ্দিক টিটু, উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট আবদুল মান্নান, সাবেক পৌর প্রশাসক মোঃ মলাই মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ। মরাদেহে উপজেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের সহ-সভাপতি, ঢাকা টেক্সেস বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি,, বাংলাদেশ টেক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি ছিলেন।
উল্লেখ্য,তিনি শনিবার রাত ৭টা ৩০ মিনিটে গোপালগঞ্জে বাংলাদেশ বার কাউন্সিল-২০২২ নির্বাচনের প্রচার কালীন বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ হ্নদরোগে আক্রান্ত হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (রাত ১০টা ২০ মিনিটে ) তিনি স্ত্রী ও মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ কর্তৃক মনোনীত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কর্তৃক সমর্থিত সাধারণ আসনে সদস্য পদপ্রার্থী ছিলেন।
তার দ্বিতীয় জানাজা বাদ আছর বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বরে , তৃতীয় জানাজা ঢাকা টেক্সেস বার চত্বরে এবং আজ সোমবার ১১টা সময় জাতীয় সংসদ ভবন চত্বরে চতুর্থ জানাজা শেষে বনানী কবরস্থানে তার মায়ের কবরের পাশে তার দাফন সম্পন্ন করা হবে।