
রিপোর্টার
মোঃ আলমগীর হোসেন
১৪ নভেম্বর ২০২৫ নারায়ণগঞ্জে আবারও জমে উঠছে নির্বাচনী মাঠ। স্থানীয় জনগণের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ও আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আগামীকাল *শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায়* সোনারগাঁওয়ের চৈতী গার্মেন্টস এলাকা থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত আয়োজন করা হয়েছে এক বৃহৎ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক **অধ্যাপক মামুন মাহমুদ**—যিনি দীর্ঘদিন ধরে পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক হিসেবে জেলার মানুষের আস্থা অর্জন করেছেন। এলাকার সাধারণ মানুষের পাশে থাকা ও তাদের সমস্যার কথা সরাসরি শোনা—এটাই তাঁর রাজনীতির মূল দর্শন, এমনটাই জানান দলীয় নেতারা।
নেতা-কর্মীরা জানান, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাদের প্রত্যাশা এবারও বিপুল। নির্বাচনকে ঘিরে মানুষের আগ্রহ, মাঠের উচ্ছ্বাস ও পরিবর্তনের প্রত্যাশা পুরো কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে তারা মনে করছেন।
এলাকার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আয়োজক কমিটি নিশ্চিত করেছে। স্থানীয় নেতা-কর্মীরা প্রচার-প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
জনগণের সাথে একাত্মতা ও প্রত্যাশার বার্তা ছড়িয়ে দিতে আয়োজকরা এই গণসংযোগে এলাকার সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।