
এম.এস শিবলী নারায়ণগঞ্জ জেলা ব্যুারো প্রধান: সোনারগাঁ উপজেলার সোনারগাঁ পৌসভার হাতকোপা নিবাসী মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান (৭০) নামের বৃদ্ধা শশুরকে কুপিয়ে গুরুতর যখম করেছে ছেলের বউ, গত বুধবার ২১শে ফেব্রুয়ারী সন্ধ্যায় শশুরকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায়। আহত শশুরকে আশ পাসের লোকজন উদ্ধার করে সোনারগাঁ স্বাস্হ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এবং পরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পেরন করা হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী জানান গত ৮ মাস আগে আব্দুল মান্নান একটি এনজিও থেকে ১০ লক্ষ টাকার ঋণ তুলেন ঋণ নেওয়ার সময় ঋণনের নমিনি হন আব্দুল মান্নানের বড় ছেলের বউ চামেলী বেগম (৩৫) ঋণের টাকার চেক পেয়ে আব্দুল মান্নান সরল বিশ্বাসে তার ছেলের বউ চামেলী বেগম এর ব্যাংক একাউন্টটে টাকা জমা করেন । কিছুদিন পর আব্দুল মান্নান জানতে পারেন তার ছেলের বউ চামেলী তার একাউন্ট থেকে ২ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন। এদিকে আব্দুল মান্নান তার ছেলের বউ চামেলীর কাছে টাকা চাইলে জানতে পারেন ছেলের বউ আব্দুল মান্নানকে না জানিয়ে ২ লক্ষ টাকা তুলে খরচ করে ফেলেছে, এবং বাকি টাকা দিতে অস্বিকার করেন। গত বুধবার এ নিয়ে ছেলের বউ এর সাথে কথা কাটাকাটি হয় । কথা কাটাকাটির এক পর্যায়ে যগরা শুরু হয়। এতে ছেলের বউ চামেলী বেগম ক্ষীপ্ত হয়ে তার শশুর আব্দুল মান্নান কে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এসময় আস পাশের লোকজন আব্দুল মান্নানের চিৎকারে তার ঘরে প্রবেশ করে দেখেন আব্দুল মান্নান রক্তাতাক্ত অবস্থায় মাটিতে পরে আছেন। আব্দুল মান্নানের চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন । সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর পষ্কজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন সঠিক তদন্তের মাধ্যেমে অপরাধিকে আইনের আওয়াতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।