
এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
বিদেশি পিস্তল, হেরোইন-গাঁজাসহ কুখ্যাত মাদক সম্রাট শাহজাদী বেগম ও তার সহযোগীরা গ্রেপ্তার
রাজধানীর মিরপুর-পল্লবী এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে বড় ধরনের সফল অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, হেরোইন ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহজাদী বেগম ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ ও সেনাবাহিনী এর যৌথ টিম।
পল্লবী থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহানের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিএমপি ও সেনাবাহিনী একাধিক চৌকস টিমের অংশগ্রহণে গত ৯ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ডি, পূর্ব কুর্মিটোলা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করা হয় অভিযানে ০২ রাউন্ড গুলিসহ ০১টি বিদেশি পিস্তল, ৪৮০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা এবং ০৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শাহজাদী বেগম (৪০), তার ছেলে মোঃ রনি (৪০), মোঃ ইসলাম (৪৫) ও বেলী (৩২)। এদের প্রত্যেকের বাড়ি পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাহজাদী বেগম মিরপুর-পল্লবী অঞ্চলের একজন চিহ্নিত ও শীর্ষ মাদক সম্রাজ্ঞী। দীর্ঘদিন ধরে তিনি নিজ বাসাকে ঘাঁটি বানিয়ে হেরোইন ও গাঁজার রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পল্লবী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, অস্ত্র ও মাদকের এই চক্র এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধের রাজত্ব কায়েম করেছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের মাধ্যমে তাদের মূলোৎপাটন সম্ভব হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে পল্লবী থানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,
“মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীরা যত শক্তিশালীই হোক, তাদের ছাড় দেওয়া হবে না।” এলাকাবাসী এই অভিযানে স্বস্তি প্রকাশ করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।