
স্টাফ রিপোর্টার্স , মোঃ নেছার উদ্দিন
বরগুনা জেলা মালিক সমিতি ও বরগুনা জেলা যাত্রীবাহী শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে বরগুনা-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এক সংগঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় আমতলী বিএনপির পার্টি অফিসে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, পরিবহন মালিক সমিতির শীর্ষ কর্মকর্তা, যাত্রীবাহী শ্রমিক ইউনিয়নের সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং সর্বস্তরের সমর্থকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মাঠ পর্যায়ে আরও সুসংগঠিত ও সমন্বিত প্রচারণা চালানো জরুরি। নির্বাচনী পরিস্থিতি, প্রচারণা কৌশল, কর্মসূচির বিস্তৃতি এবং তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সকল নেতা-কর্মীরা ধানের শীষের প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক প্রচারণা জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি নাসির মোল্লা।
সভায় সভাপতিত্ব করেন বরগুনা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুল হক চৌকিদার।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন বরগুনা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর কবির।
সভা শেষে নেতৃবৃন্দ বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ধানের শীষের প্রার্থীকে বিজয়ের পথে এগিয়ে নেওয়া সম্ভব, এবং এ লক্ষ্যে মাঠের কর্মী থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত সকলেই ইতোমধ্যে সমন্বিতভাবে কাজ শুরু করেছেন।