
সংগ্রাম, ঐতিহ্য, সাফল্যে ৪৭ বছরের গৌরবময় পথচলা সাখাওয়াত ভ্রাম্যমান প্রতিনিধি ফরিদগঞ্জ, চাঁদপুর সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার ৪৭তম বর্ষপূর্তি ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এক বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে উৎসবমুখর পরিবেশে অংশ নেন হাজারো নেতাকর্মী ও সমর্থক। উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শুরু হয়, পরে স্থানীয় একটি মাঠে আলোচনা সভায় রূপ নেয়। উৎসবমুখর এই র্যালিতে ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী জনাব লায়ন মোঃ হারুনুর রশিদ। তিনি বলেন— “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি সংগ্রামী সংগঠন। আগামী দিনে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আলহাজ্ব আজিজুর রহমান আজিজ, সাবেক সাধারণ সম্পাদক, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি নাছির উদ্দিন পাটওয়ারী, সাবেক আহবায়ক, ফরিদগঞ্জ উপজেলা যুবদল মাহফুজুর রহমান টিপু, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদল বিল্লাল কোম্পানি, সাবেক সাধারণ সম্পাদক, পৌর বিএনপি ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, হুমায়ুন কবির কাজি, মজিজুর রহমান মজিব, এম.এ. টুটুল পাটওয়ারী, সাবেক যুগ্ম আহবায়ক, পৌর বিএনপি মোখলেসুর রহমান ভুট্টু পাঠান, সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ফজলুর রহমান, সদস্য, জেলা যুবদল, চাঁদপুর। এসময় তিনি বলেন— “যুবদল আজ দেশের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অগ্রভাগে রয়েছে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।” র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মৃধা, পেয়ার আহমেদ তালুকদার, বর্তমান যুগ্ম আহবায়ক শাওন পাঠান, কামরুল ইসলাম পাটওয়ারী, তারেক মৃধা, মোহাম্মদ হোসেন পাটওয়ারীসহ পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। এছাড়া উপস্থিত ছিলেন— সেলিম মাহমুদ রাঢ়ি, হারুন পাঠান, হাবিবুর রহমান রুবেল, আব্দুল হান্নান মিয়া, দিদারুল আলম, মানিক পাটওয়ারী, মশিউর রহমান রিপন, মনির মাস্টার, সাগর মজুমদার, শাহাদাত হোসেন, শাহ ইকবাল লিটন, ইকবাল পাটওয়ারী, মানিক মেম্বার, আব্দুল মান্নান মিঠু পাটওয়ারী, নান্নু দেওয়ান, সোহেল খান, মিজান পাঠান, নাসির মেম্বার, তসলিম বেপারী, রিপন, গোলাপ শেখ, মিস্টার তারেক, উসমান পাটওয়ারী, আরাফাত রহমান দিপু, রবিউল ইসলাম, মাহিন সরকার, প্রমুখ। উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দও সক্রিয়ভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন— উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মহিন আহমেদ ভুইয়া, যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ আলম, ছাত্রনেতা সাইফুল ইসলাম সুমন, ইয়াসিন আখন সুজন, সোহেল রানা, ক্বারী মোহাম্মদ মহসিন, জুয়েল হোসেন, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের নাসির উদ্দিন সম্রাট, চান্দ্রা সামাদিয়া ডিগ্রি মাদরাসা ছাত্রদলের সভাপতি রাকিব গাজী ও সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন। সমাবেশস্থলে ঢল নামে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ২০ হাজার নেতাকর্মী ও সমর্থকের। পুরো এলাকা উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে। বক্তারা ঘোষণা দেন— “যুবদল শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থাকবে।”