
মোঃ শফিকুর রহমান
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)–এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক জনাব খান সেলিম রহমান–এর শ্বশুর এবং দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক আছিয়া রহমান কল্পনা–এর পিতা মোঃ ইসমাইল মিয়া হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
আকস্মিক শারীরিক অবনতি দেখা দিলে তাঁকে দ্রুত ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে পরিবারের সদস্যরা অত্যন্ত শঙ্কিত।
এ মুহূর্তে অসুস্থ মোঃ ইসমাইল মিয়া–এর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ও দৈনিক মাতৃজগত পরিবারের সকল কর্মকর্তা–কর্মচারী।
সবার সম্মিলিত দোয়া আল্লাহ তাআলা তাঁর জন্য কবুল করুন—এই প্রার্থনা জানান পরিবারের সদস্যরা।