
রিপোর্টার:
মোঃ আলমগীর হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি.)এর আহ্বানে, *নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের* নেতৃত্বে আজ রাজপথে নেমেছে সাহসী নেতাকর্মীরা দৃঢ় প্রতিজ্ঞ, ঐক্যবদ্ধ ও অবিচল।
দেশপ্রেমে উজ্জীবিত এই কর্মযোদ্ধারা অঙ্গীকারবদ্ধ জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন উৎসর্গ করতেও তারা প্রস্তুত।
রাজপথে গর্জে উঠেছে একটাই স্লোগান:“গণতন্ত্রের জন্য, জনগণের অধিকারের জন্য — আমরা রাজপথেই আছি, থাকবো!”
তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন — **আওয়ামী লীগের সন্ত্রাস ও দমননীতি আর মেনে নেওয়া হবে না। জনগণের রোষ ও ন্যায়ের প্রতিশোধ থেকে কেউ রক্ষা পাবে না!
তারিখ:১৩/১১/২৫ ইং স্থান:নারায়ণগঞ্জ উপস্থিত ছিলেন: জনাব মোঃ ইকবাল হোসেন, দলিল লেখক ও আমিন, *সাবেক যুগ্ম সম্পাদক*, নারায়ণগঞ্জ মহানগর যুবদল, এবং *সভাপতি*, ২ নং ওয়ার্ড যুবদল।
দেশ ও জনগণের স্বার্থে এই অবিচল অবস্থান প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মী এখনো দেশের অতন্দ্র প্রহরী, যারা সত্য, ন্যায় ও স্বাধীনতার পথে অগ্রসর হতে অঙ্গীকারবদ্ধ।