
জাহাঙ্গীর আলম (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি রাস্তা দখল করে অবৈধ ভাবে বাউন্ডারি নির্মান করার প্রতিবাদ কারায় প্রবাসী কামাল মিয়াকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার চান্দুরা আখাউড়া সড়কের আমতলী বাজারের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বিজয়নগর থানার সামনে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, আহত প্রবাসী কামাল মিযার ছোট ভাই নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মুখলেছুর রহমান লিটন, লাল মিয়া সর্দার, উপজেলা তাতী দলের সভাপতি জহিরুল ইসলাম, বিএনপি নেতা ছায়েদুর রহমান, চান্দুরা ইউনিয়ন জামাতের সভাপতি ফরিদ আহমেদ খান, আলেব খা, ইসলাম মিয়া, মিজানুর রহমান,অহিদ মিয়া, কামরুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন মিরপুর গ্রামের সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মানের প্রতিবাদ করে রাস্তা উদ্ধারের জন্য গ্রামবাসীর পক্ষে বিজয়নগর উপজেলা এসিল্যান্ড বরাবর বাদী হয়ে অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে অভিযোগকারী প্রবাসী কামাল মিয়া (৩৫)কে ২৮ শে অক্টোবর মঙ্গলবার রাতে একেই এলাকার সুলতান মিয়ার নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা করে গুরুতর আহত করে। আহতকে উদ্ধার করে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করলে বর্তমানে ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বক্তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার ভিতরে আসামীদের গ্রেফতার করা না হলে রাস্তা বন্ধ করে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল হক জানান, আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহন হবে।