স্টাফ রির্পোটার হেবজুল বাহার
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ঐতিহ্যবাহী বিটঘর রাধানাথ উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ হুমায়ুন কবীর মাষ্টার কে রাজকীয় ভাবে ঘোড়ার গাড়ী দিয়ে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাজকীয় ভাবে অনুষ্ঠিত। স্কুলের ছাত্র -ছাত্রী প্রাক্তন ছাত্র-ছাত্রী এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গবর্গ এক জন সত ও মানবিক শিক্ষক কে ঘোড়ার গাড়ী দিয়ে পাছনে পাছনে গিয়ে বাড়িতে পৌছেদেন। তিনি ৩৭ বছরের শিক্ষার আলো বিলিয়ে বর্তমানে শুধু একজন শিক্ষক নন, বরং শিক্ষার্থীদের কাছে একজন অভিভাবক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিটঘর গ্রামে ১৯৬৫ সালের ১০ সেপ্টেম্বর জন্ম নেন মো: হুমায়ূন কবির। শৈশব থেকে পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ তাঁকে নিয়ে যায় শিক্ষার উচ্চতর পথে, সেই শিক্ষার আলো তিনি বিলিয়েছেন অসংখ্য শিক্ষার্থীর মাঝে। দীর্ঘ সাড়ে তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি হয়ে উঠেছেন এক প্রেরণার নাম। সাদামাটা জীবনযাপন ও সরলতা তাঁকে আলাদা মাত্রা দিয়েছে। সাধারণ পোশাক-পরিচ্ছদ, নিয়মিত জীবনধারা এবং নিঃস্বার্থ মনোভাবের কারণে তিনি শুধু সহকর্মীদের কাছেই নয়, শিক্ষার্থীদের কাছেও বিশেষ সম্মানের আসনে অধিষ্ঠিত। ব্যক্তিগত জীবনে তিনি অহংকার থেকে দূরে থেকে সবসময় মিশেছেন সাধারণ মানুষের সঙ্গে। বিদ্যালয়ে কিংবা গ্রামের পথে— সবখানেই তিনি ছিলেন সহজ-সরল ও আন্তরিক। বিদায়ী অনুষ্ঠানে বিটঘর রাধানাথ উচ্চবিদ্যালের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বিটঘর রাধানাথ উচ্চবিদ্যালয় সভাপতি নবীনগর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল করিম। বক্তব্য রাখেন, বিটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর, প্রাক্তন ছাত্র অসি সাজেদুর ইসলাম পলাশ, অবঃ প্রাপ্ত শিক্ষক হযরত মাওলানা আলহাজ্ব মোঃ ইলিয়াস মিয়া, আঃ হাই মাষ্টার,ধিরেন্দ্র চৌধুরী মাষ্টার, মনিন্ড্র চন্দ্র মজুমদার, শেখ আরিফ, মোঃ রিপন চৌধুরী, তফিকুল হক বাবু, ডাঃ রাসেল সাজেদুল ইসলাম মেম্বার সহ এলাকার সকল স্তরের জনগন।