
মো:মিল্টন হোসেন
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:-
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গভীর শোকের ছায়া নেমে আসে। এই উপলক্ষে শৈলকুপা উপজেলা বিএনপি ও শৈলকুপা পৌর বিএনপির উদ্যোগে কালো ব্যাজ বিতরণ ও শোক পালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয় ও পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মীদের মাঝে কালো ব্যাজ বিতরণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করেন এবং প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও নীরবতা পালন করেন।
শোক কর্মসূচিতে শৈলকুপা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতির এক অবিসংবাদিত নেত্রী। তার রাজনৈতিক জীবনে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নেতারা আরও বলেন, তার নেতৃত্ব ও ত্যাগ দেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। দল ও দেশের জন্য তার অবদান নতুন প্রজন্মের রাজনীতিকদের অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।
শোক সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানান। কর্মসূচি শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে শোক কর্মসূচির সমাপ্তি ঘটে।
এ সময় শৈলকুপা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।