
সংবাদদাতা মো: রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার, এবং দুই জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামিদের নাম ঠিকানা। ১/নুর আল আমিন(২৫)পিতা- হিলুমিয়া-মাতা-মোশো বেগম।সাং-আলমনগর ২/জুয়েল(২৫)-পিতা-আব্দুল রাজ্জাক -মাতা-জোসনা বেগম-সাং-শরীয়তনগর- উভয় থানা আশুগঞ্জ। জেলা-ব্রাহ্মণবাড়িয়া। আজ
২৫/১০/২০২৫ তারিখ ১৮:৫০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম আশুগঞ্জ থানাধীন আলমনগর এলাকায় অভিযান পরিচালনা করাকালীন ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ৩৮০ (তিনশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা জদ্ধ করা হয়। আলমনগর এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে ব্যবসা করে যাচ্ছে মাদক কারবারী রা, গোপন সূত্রে জানা যায়, তারা হলে এই চক্রটির ডেলিভারি ম্যান,কিছু টাকার বিনিময়ে আদান-প্রদান করে দেয়।আলমনগর এলাকার একটি দাবি। শীর্ষ স্থানে যে মাদক কারবারি আছে, তাদেরকে অতি দ্রুত শীঘ্রই আইনের আওতায় আনা হোক, এবং তার পাশাপাশি দৃষ্টান্তমূলক কঠোর থাকতে দেওয়া হোক।এলাকাবাসী প্রশাসনের কাছে জুর দাবি জানাচ্ছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।