
মো. রুবেল মিয়া | স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় একটি ভাড়া ফ্ল্যাট বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গৃহবধূর নাম আক্তার শিউলি (২৫)। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত আক্তার শিউলি সুলতানপুর ইউনিয়নের ঈশান নগর গ্রামের বাসিন্দা মাওলানা কাউছারের স্ত্রী। তিনি নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মাওলানা জাহাঙ্গীরের মেয়ে।
মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সদর মডেল থানা পুলিশ।