
মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
আজ ০৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল ০৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সদর থানার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর এলাকাতে অভিযান পরিচালনা করে। অভিযানে মোসাঃ বিউটি আক্তার (২৫) নামের এক নারীকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে নিয়ম মেনে মাদকগুলো জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতের পরিচয় নাম: মোসাঃ বিউটি আক্তার (২৫), পিতা: একরাম খা,মাতা: রোশনা বেগম, স্বামী: শামীম মিয়া, সাং: শীতল পাড়া, থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।