
সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।
ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজ লঞ্চ ঘাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে।
সোমবার (২৭/১০/২০২৫ ইং) দুপুর ১ থেকে দুপুর ২:৩০ পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘাট এলাকা ও আশপাশে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয় এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি চালানো হয়।
নৌ বাহিনীর সদস্যরা জানান, ঘাট এলাকায় অবৈধ কার্যক্রম রোধ ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
এদিকে স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীরা নৌ বাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, এ ধরনের অভিযান ঘন ঘন হলে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে যাবে।
উল্লেখ্য, রামনেওয়াজ লঞ্চ ঘাট হচ্ছে মনপুরা উপজেলার মূল নৌপথের প্রবেশদ্বার, যেখানে প্রতিদিন শত শত যাত্রী চলাচল করে। নিরাপত্তা জোরদারে প্রশাসনের পাশাপাশি নৌ বাহিনীর উপস্থিতি এলাকাবাসীর মনে স্বস্তি এনে দিয়েছে।