
সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু:
ভোলা জেলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মাদকবিরোধী সচেতনতায় নজির গড়লো এলাকাবাসী। মঙ্গলবার (১৭ই জুন ২০২৫) রাত আনুমানিক ২টা ৫ মিনিটে মোঃ আইয়ুব (৩৫), পিতা: মোঃ খোরশেদ আলম—নামের এক যুবককে ৫ পিস ইয়াবাসহ আটক করে স্থানীয়রা।
জানা যায়, ইউসুফ ডাক্তার বাড়ির সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার দেহ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই এলাকাবাসী তাকে মনপুরা থানায় সোপর্দ করে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটক আইয়ুবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সবাই একত্রিত হয়ে কাজ করছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ রোধে সক্রিয় থাকবেন।