বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
ঘোষনা
ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল–ট্রাকের সংঘর্ষে সেনা সদস্যসহ দুইজন গুরুতর আহত বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে বিজয় র‍্যালি সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবসে গলাচিপায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের আনন্দ মিছিল মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন ড. এ জেড এম মাইনুল ইসলাম বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের মানবিক উদ্যোগ: এক এতিমের আজীবন ভরণপোষণের দায়িত্ব গ্রহণ। বগুড়ায় একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জামালপুরের মাদারগঞ্জে স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উপলক্ষে ১৬ ডিসেম্বর উদযাপন মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মিরপুর প্রেসক্লাবের দোয়া ও আলোচনা সভা। শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন মনপুরায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এর মানবিক উদ্যোগ উৎসবমুখর আয়োজনে রাঙ্গাবালীতে মহান বিজয় দিবস উদ্‌যাপন সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আমতলীতে বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ঘোষণা,সভাপতি সুমন রশিদ, সম্পাদক মাওলানা নেছার উদ্দিন। সাতক্ষীরায় জামায়াতের যুব বিভাগের বিজয় র‌্যালি অনুষ্ঠিত ঝিনাইদহ বিসিক বিজয় মেলা ২০২৫ : শিল্প, উদ্ভাবন ও উদ্যোক্তাদের মিলনমেলা বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে মহান বিজয় দিবস উদযাপন। কালীগঞ্জে দুই সন্তানের জননীকে গলাকেটে হত্যাচেষ্টা

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

মোঃ নূরনবী হাওলাদার সিনিয়র রিপোর্টার,মনপুরা:-

মহান বিজয় দিবস উপলক্ষে ভোলার মনপুরা উপজেলায় যথাযোগ্য মর্যাদা, আনন্দঘন পরিবেশ ও গভীর দেশপ্রেমের আবহে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দিবসটির সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। কুচকাওয়াজে শিক্ষার্থীরা দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ইতিহাস তুলে ধরে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। জাতীয় সংগীত পরিবেশন ও শৃঙ্খলাবদ্ধ প্রদর্শনের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ বিজয়ের আনন্দে মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ কন্টিনজেন্ট কমান্ডার মনপুরা এবং মনপুরা থানার অতিরিক্ত কর্মকর্তা (ওসি)। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, জেলা আহবায়ক কমিটির সদস্য, মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামাল উদ্দিন ও মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার এবং
আব্দুল খালেক সেলিম মোল্লা
সহ-সভাপতি মনপুরা উপজেলা বিএনপি ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার আমির মাওলানা আমিমুল ইহসান জসিম,  জামায়াতে ইসলামের উপজেলা সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নূরনবী ও সাধারণ সম্পাদক হাফেজ ইউনুস। যুব সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা এবং সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম।
মিজানুর রহমান পলাশ, মনপুরা উপজেলা আহ্বায়ক  স্বেচ্ছাসেবকদল মোঃহোসেন হাওলাদার,সদস্য সচিব  মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবকদল মোঃ নুর উদ্দিন তুহিন সিনিয়র যুগ্ন আহবায়ক মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবকদল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ইউনুস। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মনপুরা প্রেসক্লাবের সভাপতি ওহিদুর রহমান এবং মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিব্বুল্লাহ ইলিয়াছ। এছাড়া বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সুধীজনেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অমূল্য সম্পদ। তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991