
মোঃ সোহানুর রহমান:
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের মুক্তাগাছার কাশিমপুর ইউনিয়নের হরিপুর, মহিষতারা ও বিরুলিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ৪ নভেম্বর মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে বেরুলিয়া থেকে শিয়ালটি ছুটে আসে এমতাবস্থায় যাকে সামনে পায় তার উপরে আক্রমণ করে, নারী ও পুরুষ সহ প্রায় ২০ জনকে আহত করেছে। পরবর্তীতে এলাকাবাসী সকলে মিলে শিয়াল টিকে ধরে মেরে ফেলে।এর পর থেকে ভয়ে ঘর থেকে কেউ একা বের হতে সাহস পাচ্ছে না। আহত ব্যক্তিরা হলেন, হরিপুর গ্রামের মোঃ সুকুর মন্ডলের ছেলে মোঃ মুস্তফা। মোঃ দুদু মিয়ার ছেলে মোঃ সিহাদ হাসান। আঃ সামাদ মিয়ার ছেলে মোঃ আব্দুল হক। মোঃ আব্দুল খালেক মিয়ার ছেলে মোঃ দরাজ আলী । মোঃ মাঈনউদ্দিনের মেয়ে মোছাঃ নেছুমা খাতুন। মোঃ আঃ কাদের মাস্টারের স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম। মোঃ ফজলে রাব্বীর স্ত্রী। মোঃ আব্দুল মজিদ হাজীর স্ত্রী। মোঃ আবু হানিফার ছেলে মোঃ বাবুল মিয়া। মোঃ রফিজ উদ্দিনের স্ত্রী। মোঃ ফজলুল করিমের স্ত্রী। আব্দুল্লাহর স্ত্রী। মোঃ আব্দুল মজিদের স্ত্রী। মোঃ মোতালেব মিয়ার স্ত্রী। মহিষতারা গ্রামের, মোঃ ওয়াজ উদ্দিন মেম্বারের ছেলে মোঃ বাদল মিয়া। মোঃ আনোয়ার হোসেন। বেরুলিয়া গ্রামের, মোঃ আব্দুল আব্দুল লতিফ ও তার স্ত্রী মালেকা বেগম। মোঃ এমদাদুল হকের ছেলে মোঃ রাফিন মিয়া। মরহুম আব্দুস সামাদ মিয়ার স্ত্রী। আহতদের মধ্যে ১৬ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । তার মধ্য থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।