
মোঃমঈন উদ্দিন উজ্জ্বল মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
ঢাকা–সিলেট মহাসড়কের ছয় লেন উন্নয়ন প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ ও উচ্ছেদ কার্যক্রমে ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়ার প্রতিবাদে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযুদ্ধা গোল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে মহাসড়কের পাশে ক্ষতিগ্রস্ত দোকানদার ঐক্য পরিষদ–এর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মহাসড়ক সংলগ্ন স্থানে দোকানপাট পরিচালনা করলেও প্রকল্প বাস্তবায়নের নামে কোনো নোটিশ, পুনর্বাসন কিংবা সঠিক মূল্যায়ন ছাড়াই উচ্ছেদের প্রস্তুতি চলছে। এতে বহু পরিবার একমাত্র জীবিকা হারিয়ে চরম সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
‘উন্নয়নের বিরোধী নই, কিন্তু ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অন্যায়’।
বক্তারা বলেন, “আমরা উন্নয়নের বিরোধী নই। কিন্তু নোটিশ ছাড়া, মূল্যায়ন ছাড়া, ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ একেবারেই অন্যায়। বহু বছর ধরে এই দোকান থেকেই পরিবার চলে। ক্ষতিপূরণ নিশ্চিত না করা পর্যন্ত কোনো উচ্ছেদ মানি না।”
মানব বন্ধনে বক্তব্য রাখেন, নাদিম খান, মোঃ ইমরান, মোঃ রফিক ও হুমায়ুন কবির প্রমুখ।
তাদের দাবি, যথাযথ জরিপ করে সঠিক মূল্য নির্ধারণ, পুনর্বাসন সুবিধা ও ন্যায্য ক্ষতিপূরণের ঘোষণা দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন দোকানদাররা।
মানববন্ধনে বক্তারা বলেন, এসব নিয়মের কোনোটিই মানা হয়নি। ডিসি বরাবরে স্মারকলিপি দেবে দোকানদার ঐক্য পরিষদ।
ক্ষতিগ্রস্ত দোকানদার ঐক্য পরিষদের নেতারা জানান, তাদের দাবি ও অভিযোগ তুলে ধরে শিগগিরই হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। এরপরও সমাধান না মিললে তারা ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেবেন।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত দোকানদার ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে প্রকল্পের স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত ক্ষতিপূরণের দাবি জানান।