
মোঃ ইউনুছ মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের সাত দিন পর হাত ও গলায় রশি বাঁধা অবস্থায় ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার সিমানাপাড় গ্রামে নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম আদিবা জাহান মীম (৭)। সে ওই গ্রামের হানিফ মিয়ার মেয়ে।
নিহত আদিবার বাবা হানিফ মিয়া বলেন, আমার মেয়ে যদি পানিতে ডুবে মরত, তাহলে ভেসে উঠত। কিন্তু তার হাতে আর গলায় রশি বাঁধা ছিল। কেউ আমার মেয়েকে হত্যা করে ফেলে রেখে গেছে। আমি এর বিচার চাই।
মেয়ের মৃত্যুতে মা জান্নাত আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। তাঁর বুকফাটা বিলাপে কেঁপে উঠছে পুরো পাড়া। প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কেউ তাঁর কান্না থামাতে পারছেন না।
স্থানীয় ইউপি সদস্য মো. আউয়াল বলেন, লাশের অবস্থা দেখে মনে হয়েছে, মীম পানিতে ডুবে মারা যায়নি। ঘটনাটি রহস্যজনক।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’
মোবাইল: ০১৭৮৪৭১৫৩২৮
তারিখ: ৩০ অক্টোবর ২০২৫