
মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
স্বাস্থ্য খাতে রদবদল আনতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের পরিবর্তন করেছে সরকার।
সোমবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম। তিনি পূর্ববর্তী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদের স্থলাভিষিক্ত হচ্ছেন। শামীম আহাম্মদকে পুনরায় বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
এছাড়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তম। বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাজহারুল ইসলাম খানকেও সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
নতুন এই দুই পরিচালকের চাকরি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এ রদবদলের মাধ্যমে সংশ্লিষ্ট দুই গুরুত্বপূর্ণ মেডিকেল প্রতিষ্ঠানে সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।