রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
ঘোষনা
খালেদা জিয়ার মনোবল ও দূরদর্শিতার কারণেই বিএনপি জনপ্রিয়তা ধরে রেখেছে: এস এ সিদ্দিক সাজু ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত দলের প্রধান হয়েছি, সুযোগ হলে দেশের প্রধান হতে পারি — নুরুল হক নুর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন নলডাঙ্গায় নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন নারায়ণগঞ্জের ত্যাগী নেতা ইকবাল হোসেন কাউখালীতে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র ও ক্রীড়াসামগ্রী বিতরণ একমাত্র নতুন নেতৃত্বেই পারে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে — ভিপি নুরুল হক নুর রূপনগরে নতুন ওসি মাসুদের ঝড় একদিনে দুই অভিযান, চোরাই স্বর্ণ উদ্ধার থেকে শুরু তিন যুবক গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য ঝিনাইদহে পলো দিয়ে মাছ ধরার মহা-উৎসব ভূঞাপুরে দুই মাদক কারবারি আটক: ৫০ পিস ইয়াবা জব্দ এএসপি সত্যজিৎ কুমারের আগমন এবং ওসি সিরাজুল ইসলামের বিদায়ে লালমোহন প্রেসক্লাবের অবিমিশ্র এক সংবর্ধনা অনুষ্ঠান । নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের নতুন মুখ আলহাজ্ব গোলাম মসিহ আজ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের সম্মানে ভোলায় প্রীতি আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদগঞ্জে ব্যাপক দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদগঞ্জে দিনব্যাপী সাদাকাহ, কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাগপার দোয়া মাহফিল।

রাজশাহীতে দুটি ট্রাকের ১০ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

:
রাজশাহীতে দুটি ট্রাকের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ট্রাক মালিক সৈয়দ ওয়াকার বারী। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, আসামিরা পূর্বে প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত হলেও জামিনে থেকে পুনরায় চুরির ঘটনা ঘটিয়েছে। দুটি ট্রাকের নম্বর হলো, ঢাকা মেট্রো-ট-১১-৪৩৯১, রাজ মেট্রো-০-০২-০০৪২।

গত বুধবার (৯ অক্টোবর) নগরীর হাদিরমোড় এলাকার বাসিন্দা আসলাম আলীর ছেলে মোঃ মুসলেম আলী (লিটন) এবং কাঞ্চন আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান (মিলন) এর নামে অভিযোগটি করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে পূর্বে ব্যবসায়িক লেনদেন ছিলো। এ ঘটনায় তিনি রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে ২৫৩সি/২১ নম্বর মামলায় প্রতারণার (ধারা ৪২০) অভিযোগে মামলা করেন। আদালত গত ১১ সেপ্টেম্বর আসামিদের ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। বর্তমানে তারা আপিলের শর্তে জামিনে রয়েছেন।

জানা যায়, অভিযুক্তরা ট্রাকগুলো ভাড়ায় চালানোর চুক্তিতে নিয়ে চুক্তি ভঙ্গ করে এবং নিজেদের দখলে রেখে দেয়। পরবর্তীতে ট্রাক মালিক আদালতে মামলা দায়ের করে।

অভিযোগে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর ট্রাক দুটি বিক্রির উদ্দেশ্যে সৈয়দ ওয়াকার বারি মিস্ত্রী ফনি দাদা ও মনু মিয়াকে সঙ্গে নিয়ে হাবিবুর রহমান এর গ্যারেজে যান। সেখানে ট্রাক দুটি পরিদর্শন ও দাম দর করা হয়।

কিন্তু দুই দিন পর অর্থাৎ ২৪ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ফনি মিস্ত্রী, শহিদুল ইসলাম ও মনু মিয়ার মাধ্যমে জানতে পারেন ট্রাকগুলোর যন্ত্রাংশ খুলে নেওয়া হয়েছে। পরে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন, দুটি গাড়ির বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ২০ হাজার টাকা।

অভিযোগে আরও বলা হয়, মুসলেম আলী ও হাবিবুর রহমান মিলন নিজেরাই ট্রাকের যন্ত্রাংশ খুলে অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলেছেন।

ভুক্তভোগী সৈয়দ ওয়াকার বারি জানান, আসামিরা আমার ট্রাক বিক্রি করে দিতে না পেরে যন্ত্রাংশগুলো খুলে চুরি করেছে। এতে আমি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমি ন্যায্য বিচার চাই।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মেহেদী মাসুদ বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991