
ফয়জুল্লাহ স্বাধীন ষ্টাফ রিপোর্টার:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত কামনায় শাহ আলী এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক ও ২০১৮ সালে ঢাকা-১৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী এস এ সিদ্দিক সাজু’র উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে জুলাই–আগস্ট আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে আন্দোলনে নিহত পরিবারের পাশে দাঁড়াতে সহায়তার অংশ হিসেবে নগদ অর্থের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে শাহ আলী থানাধীন ৮ নং ও ৯৩ নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
দোয়া ও মিলাদ মাহফিলটি শাহ আলী থানার অন্তর্গত চিল্ড্রেন পার্ক মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাঁরা শহীদ পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।