
মো: গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাতেও বুধবার সকাল ১০টায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫-এর বর্ণাঢ্য উদ্বোধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুসফিকুর রহমান, প্রাণিসম্পদের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলজার হোসেন, সাবেক উপপরিচালক ডা. আব্দুল হাই, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জাহিদ আল হাসান।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা এক্সটেনশন অফিসার ডা. সোনালী খাতুন।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারিরা তাদের উৎপাদিত ঘি, মাঠা, লাবান, চিজ, দই, গো-খাদ্য, ঘাসের কাটিং, সাইলেজসহ নানা কৃষি–পশুপণ্য প্রদর্শন করেন। পাশাপাশি খামার থেকে আনা উন্নত জাতের গাভী, বিড়াল, পাখি এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পণ্যও স্টল জুড়ে নজর কাড়ে।
মেলার প্রধান আকর্ষণ ছিল প্রতিদিন ৪৭ লিটার দুধ উৎপাদনকারী গাভী এবং খামারিদের তৈরি বিশুদ্ধ ঘি, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।