কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৭০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত পুকুর সংস্কার ও সৌন্দর্য্য বর্ধন এবং আধুনিক সম্মেলন কক্ষের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
সোমবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন তিনি। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় পড়ে থাকা পুকুরটি সংস্কার করে সেখানে প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনা হয়েছে। নির্মাণ করা হয়েছে ছায়াবৃক্ষ, বসার জায়গা ও হাঁটার পথ, যা এলাকাটিকে এক মনোরম বিনোদন স্পটে রূপান্তর করেছে।
জেলা প্রশাসক উদ্বোধনের সময় পুকুরের উত্তর পাড়ে একটি ফলজ গাছের চারা রোপণ করেন এবং বলেন, “এই প্রকল্পটি পরিবেশবান্ধব ও জনবান্ধব উন্নয়নের দৃষ্টান্ত।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান, উপজেলা প্রকৌশলীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একই দিনে উপজেলা পরিষদের পুরাতন সম্মেলন কক্ষটিকে আধুনিকভাবে সাজিয়ে উদ্বোধন করা হয়। নতুনভাবে ডিজাইন করা এই কক্ষে রয়েছে উন্নত শব্দ নিরোধক ব্যবস্থা, আধুনিক আসবাবপত্র, ডিজিটাল প্রজেকশন সুবিধা ও আলো-বাতাস প্রবাহের সুব্যবস্থা—যা একটি পরিবেশবান্ধব সভাকক্ষের সব বৈশিষ্ট্যই ধারণ করে।
এর আগে দুপুর ১টায় জেলা প্রশাসক শাহজাদপুরে এসে পৌঁছালে ইউএনও মোঃ কামরুজ্জামান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি ভবন পরিদর্শন করেন এবং সেবার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন, “ভূমি সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য সময়মতো নিরপেক্ষ সেবা নিশ্চিত করতেই হবে।”
পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, “সরকারি উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। এজন্য দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও জবাবদিহিতা অপরিহার্য।”
স্থানীয়দের মতে, এই উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে শাহজাদপুর উপজেলা চত্বর এখন শুধু একটি প্রশাসনিক কেন্দ্র নয়, বরং একটি সৌন্দর্য্যবর্ধিত, পরিচ্ছন্ন ও ব্যবহারোপযোগী জনবান্ধব পরিবেশে রূপ নিয়েছে।