রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
ঘোষনা
ঝিনাইদহে সাইবার পুলিশের সাফল্য, শতাধিক মোবাইল ও প্রায় লাখ টাকা উদ্ধার বিশিষ্ট সমাজসেবক ও এসআইবিএল পরিচালক নার্গিস মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী আজ সিংগারবিল ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে হাঁটু পানি, চরম ভোগান্তিতে নগরবাসী গলাচিপা ইউনিয়নের যুব অধিকার পরিষদ নেতাকে দল থেকে বহিষ্কার “পুলিশের ওপর হামলা মামলার আসামি ইসলামি আন্দোলন বাংলাদেশ- চট্টগ্রাম শাখার এক নেতা। তাকে উক্ত মামলায় গ্রেফতার করা হলে, এর প্রতিবাদে চট্টগ্রামের পাঁচলাইশ থানা ঘিরে দিনভর বিক্ষোভ করে ‘ইসলামী আন্দোলন, বাংলাদেশের’ নেতাকর্মীরা আশুগঞ্জে ১৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিদায়ী সংবর্ধনা জানালেন, হরিণাকুণ্ডুর মুক্তিযোদ্ধা কমাণ্ডার চোর সন্দেহে যুবককে হত্যা চেষ্টা হারুয়ালছড়িতে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ঝিনাইদহে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার- সার,বীজ উদ্ধারের নাটক সাজানোর অভিযোগে তোলপাড়- মির্জাপুর গোলাপী হত্যা মামলায় স্বামী আব্দুল কাদের শশুর বাড়ী থেকে গ্রেপ্তার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল রাজশাহী মডেল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইমদাদুল, সম্পাদক হিরো জামায়াতকে আমরা ১৯৭১ সালেই দেখেছি, নতুন করে দেখার কিছু নেই – আমিনুল হক বাঘায় বেল্লাল মন্ডলের সন্ত্রাসে উত্তাল এলাকা: বৈধ বালু ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কাকন ষড়যন্ত্রের শিকার রংপুরে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশে ঘোষণা দাবি না মানলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি উত্তরাঞ্চলে টানা বৃষ্টি, উজানের ঢলে তিস্তায় পানি বাড়ছে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন সম্পন্ন মিরপুর থানা কৃষক দলের গণসংযোগ ও বিশাল মিছিল ঢাকা ১৪ আসনে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষে ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন

শিরোনামহীনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হবে কনসার্ট ‘দ্য অনলি হেডলাইনার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩১১ বার পঠিত

বিনোদন প্রতবেদক:
জনপ্রিয় রক, প্রোগ্রেসিভ রক ও অল্টারনেটিভ রক ব্যান্ড শিরোনামহীন’। আনুষ্ঠানিকভাবে তারা যাত্রা শুরু করে ১৯৯৬ সালের ১৪ এপ্রিল। ২৫ বছর পূর্তি উপলক্ষে ১ বছর ধরেই থাকবে শিরোনামহীনের বিভিন্ন চমক। তবে সব থেকে বড় চমক ২৫ বছর পূর্তি উপলক্ষে তাদের কনসার্ট‘দ্য অনলি হেডলাইনার’। যা আয়োজিত হতে যাচ্ছে আগামী ২৬ মে আইসিসিবি বসুন্ধরার এক্সপো জোনে। কনসার্টে শিরোনামহীনের সঙ্গে ‘মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা’ ছাড়াও দেশের বরেণ্য এবং খ্যাতনামা, লিজেন্ড ব্যান্ড স্টার রাগেস্ট হিসেবে পারফর্ম করবেন।

বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে রজত জয়ন্তী উদযাপনে আয়োজন বিভিন্ন দিকে তুলে ধরেন আয়োজকরা।

ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং কর্ণধার জিয়াউর রহমান বলেন, আমাদের দেশে নতুন হলেও গ্লোবাল মিউজিকে এরকম আয়োজনের উদাহরণ রয়েছে। ‘মেটালিকা’, ‘স্করপিয়নস’ এর বিখ্যাত ‘এস অ্যান্ডএম’ কিংবা বার্লিন ফিলহারমোনিকের বিরল অনুভূতির কথা আমাদের দেশের ব্যান্ডমিউজিক শ্রোতাদের অজানা নয়, যদিও মিউজিক্যাল ফিল্ডে অস্বাভাবিক সীমাবদ্ধতা এবং একাডেমিক মিউজিক চর্চার অনুপস্থিতির কারণে বাংলাদেশে এমন বিরল আয়োজন দেখার সৌভাগ্য এদেশের শ্রোতাদের হয়না। ব্যান্ড মিউজিক এদেশে তুমুল জনপ্রিয় হলেও বিভিন্ন মহলের অনীহা রশিকার এই শিল্পে সর্বোচ্চ সম্মানজনক গৌরবময় এরকম আয়োজন সম্ভব হয়না। ব্র্যাখন্ডমিথকে এরকম দুঃসাহসিক পদক্ষেপে এগিয়ে আসার জন্য জিয়া বিশেষ ধন্যবাদ জানান।

ব্যান্ডের অন্যতম কম্পোজার কাজি আহমেদ শাফিন জানান, এই প্রজেক্টের পেছনে বিগত ছয় মাস আমাদের অমানুষিক পরিশ্রম করতে হয়েছে। সফল আয়োজন সম্পন্ন হলে, উপস্থিত দর্শকশ্রোতারা তাদের জীবনের অবিস্মরণীয় এক স্মৃতি নিয়ে গ্রাউন্ড থেকে ফিরে যাবে। এরকম আয়োজন আমাদের পক্ষে ও আর হয়তো কখনোই করা সম্ভব হবেনা, যেমন হয়নি মেটালিকা, মেগাডেথ, স্করপিয়নস এর মতো ব্যান্ডের।

ব্যান্ডের প্রধান ভোকাল শেখ ইসতিয়াক জানান, এ এক অসাধারণ অনুভূতি। সম্প্রতি প্যারিস সফরে আমাদের অর্কেস্ট্রা ডিজাইন এর নোটেশন বই রয়ালফিলহারমোনিক সোসাইটিকে আর্কাইভের জন্য উপহার দেই। তাদের রিয়েকশন আমাদের আশাবাদী এবং অনুপ্রাণিত করেছে।

ব্যান্ডের এরকম কর্মব্যস্ততা এবং দুর্বার পথচলায়ই শতিয়াক নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মিউজিক করার এমন ব্যস্ত জীবনের স্বপ্ন নিয়েই ব্যান্ড তৈরি হয়। আমার জীবনে তার প্রতিফলন পাচ্ছি।

অবিলম্বে টিকেট পোর্টাল উন্মুক্ত করে শিরোনামহীন অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে জানানো হবে।

ব্র্যান্ডমিথের মুখপাত্র বলেন, শিরোনামহীন বাংলাদেশের মানুষদের কাছে শুধুমাত্র একটি ব্যান্ড না, একটি আবেগ। সেই আবেগকে দর্শকদের কাছে সুস্পষ্ট ভাবে তুলে ধরতেই আমাদের এই বছরব্যাপী আয়োজন।

২৬ মে সামনে রেখে আরও কিছু চমকপ্রদ আয়োজন করেছে শিরোনামহীন। এরমাঝে শ্রোতাদের জন্য আর্টওয়ার্ক এবং কভার সং কম্পিটিশন উল্লেখযোগ্য, যার বিজয়ীদের আকর্ষণীয় পুরষ্কার প্রধান মঞ্চে দেবার ঘোষণা দিয়েছে ব্যান্ডমিথ।

এছাড়াও রয়েছে শিরোনামহীনের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন সংযোজন “শিরোনামহীন জাহাজি”, যেখানে এক্সক্লুসিভ ফ্যানবেসের জন্য থাকছে বিস্ময়কর সুযোগসুবিধা। বিগত আড়াই বছর কোভিড মহামারিতে ক্ষতিগ্রস্ত মিউজিকইন্ডাস্ট্রিতে এতো বড় আয়োজনের কনসার্ট সুবাতাস নিয়ে আসবে বলেই ধারণা করছেন দেশের মিউজিসিয়ান মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991