
আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ
১৬ই নভেম্বর রোজ রবিবার, বগুড়ার ডিসি অফিস কার্যালয়ে পুরাতন ডিসির বিদ্যায় এবং নতুন ডিসির যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বগুড়ার সাবেক ডিসি হোসনা আফরোজা বিদায় লগ্নে বগুড়ার বাসীর উদ্দেশ্যে কিছু কথা বলে যান। তার সেই কথাটি নিম্ন রূপ তুলে ধরা হলো।
সম্মানিত বগুড়াবাসী, আসসালামু আলাইকুম।
আজ ১৬ নভেম্বর ২০২৫ — জেলা প্রশাসক হিসেবে আমার শেষ কর্মদিবস। খুব শীঘ্রই আমি বিদ্যুৎ বিভাগে যুগ্মসচিব হিসেবে যোগদান করতে যাচ্ছি।
ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর এক সংকটময় পরিস্থিতিতে গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আমি বগুড়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করি। এ সংক্ষিপ্ত সময়ে আন্তরিকভাবে চেষ্টা করেছি সর্বক্ষেত্রে আপনাদের পাশে থাকতে এবং আপনাদের ভালো রাখতে।
সাতমাথা এলাকাকে নতুন রূপে সাজানোর জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব প্রেরণ করেছি। ইনশাল্লাহ, খুব দ্রুতই এর দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন।
এ জেলার নানা ক্রাইসিস মোকাবিলায় সর্বস্তরের মানুষের অসাধারণ সহযোগিতা পেয়েছি— এজন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারসহ সকল বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সহযোগিতা ছিল স্মরণীয়। তাদের প্রতিও রইল গভীর কৃতজ্ঞতা।
জেলার উন্নয়নে সকল সরকারি দপ্তরের সমন্বয় ও সহযোগিতা ছিল তুলনাহীন— সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও রইল আমার ধন্যবাদ।
ফুল-ফল যেমন প্রকৃতিকে সাজিয়ে তোলে, কোকিল যেমন বসন্তের বার্তা আনে— তেমনি স্বাভাবিক নিয়মেই ২০ মার্চ ২০২৫ আমার পদোন্নতির মাধ্যমে দপ্তর পরিবর্তনের ঘোষণা আসে।
বগুড়ায় পাওয়া অভিজ্ঞতা সরকারের নীতি–নির্ধারণী কাজে অবশ্যই সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। আর এখানে কাটানো স্মৃতিগুলো আজীবন হৃদয়ে স্পন্দিত হবে।
এই ১৪ মাসে আমার পরিবারেরও অনেক ত্যাগ স্বীকার রয়েছে। তাদের জন্য দোয়া প্রার্থী।
আমার কোনো ভুল–ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন— যেন আল্লাহ আমাকে সুস্থ ও নিরাপদ রাখেন।
ধন্যবাদান্তে,
হোসনা আফরোজা
বিদায়ী জেলা প্রশাসক, বগুড়া।