গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির অটোরিকশার চাপায় ফরিদা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনার পর রাত সাড়ে আটটায় মারা যান তিনি। নিহত ফারিদা খাতুন (৫৫) উপজেলার গোসিংগা ইউনিয়নে দরি খোঁজেখানি গ্রামের মৃত আঃ মজিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের ছেলে আল আমিন জানান, মা উনার মেয়ে কামরুন্নাহার ও নাতি জান্নাতকে নিয়ে এক কবিরাজের বাড়িতে যেতে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাতটার দিকে বরমী ইউনিয়নের বৈরাগবাড়ি মোড়ে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি ৷
এসময় বেপরোয়া গতির একটি অটোরিকশা তাঁকে চাপা দিলে সড়কের পাশে ছিটকে পড়েন তিনি। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত পেয়ে নাক-কান দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা খারাপের দিকে গেলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে নেওয়ার পথে মারা যান ফরিদা খাতুন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির যায়যায়দিনকে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।