
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি। বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, সদস্য আব্দুস সামাদ, আসাদুজ্জামান মধু, দৈনিক মানবকণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, সাংবাদিক এস এম শহীদুল ইসলাম, এখন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আহসান রাজিব, মাইটিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু, দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এস এম বিপ্লব, স্টার নিউজের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফরহাদ, এনপিবি’র সাতক্ষীরা প্রতিনিধি হোসেন আলী, দৈনিক সমকালের সাতক্ষীরা প্রতিনিধি কিশোর কুমার, ভোরের আকাশের সাতক্ষীরা প্রতিনিধি আমিনুর রহমান, দৈনিক বাংলার সাতক্ষীরা প্রতিনিধি আবু সাইদ, দৈনিক মাতৃজগত এর আজহারুল ইসলাম সাদী, সাংবাদিক হাবিবুল হাসান, হাসেম আলী প্রমুখ।
বক্তারা বলেন, একাত্তর কে বাদ দিয়ে বাংলাদেশ চিন্তা করা যাবে না।একাত্তরে বাংলাদেশের দামাল ছেলেরা ভিন্ন রাষ্ট্রের সাথে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। কিন্তু এখনো পুরোপুরি বিজয়ের স্বাধ আমরা পাচ্ছি না।
এ সময় বক্তারা আরো বলেন যে আকাঙ্খা নিয়ে বাংলার দামাল ছেলেরা স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল, সেই আকাঙ্খার বাস্তবায়নের দাবি জানান।