
সাভার প্রতিনিধ, ১১ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার): ঢাকা জেলার সাভার উপজেলার সমাজসেবা অফিসে আন্তর্জাতিক প্রেস ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন-গৃহহীন হাউজিং লিমিটেডের যৌথ উদ্যোগে এক অসহায় নারী ও তার শিশু কন্যাকে ভরণ-পোষণ, নগদ অর্থ, শিশু পোশাক এবং শিশু খাদ্য প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় সাভার উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মির ইশতিয়াক আলী। তিনি এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, “বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং একই সঙ্গে সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। সভাপতি তার স্বাগত বক্তব্য বলেন আমরা সব সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা পেলে এ কাজের পরিধি আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে. এম. শহিদুজ্জামান। তিনি এ সময় বলেন, বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেড যে মহৎ উদ্যোগের কাজ করছে তা অতি প্রশংসনীয়। তারা আমার মাধ্যমে একটি অবৈতনিক স্কুলও তৈরি করেছে সাভারে। আমি সকল বিত্তবান মানুষের কাছে অনুরোধ জানাই সকলে দরিদ্র শ্রেণীর মানুষের পাশে এভাবে দাঁড়ালে দেশ অনেক উন্নত হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল টেলিভিশনের বিশেষ প্রতিনিধি তোফায়েল হুসাইন তোফাসানী। তিনি এ সময় বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলের উচিত সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। অনুষ্ঠান উদ্বোধন করেন এটিএন বাংলা টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি শেখ বাশার। এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের চেয়ারম্যান খান সেলিম রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক মো. নাজমুল, সাভার উপজেলা সমাজসেবা অফিসের সংরক্ষণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক মো. ইউনুস আলী, সাংবাদিক আ. আজিজ প্রধান, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অসহায় নারী ও তার শিশু কন্যার হাতে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্য এক অসহায় জুলাই আহত প্রতিবন্দীর সিটি স্ক্যান ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ সময় বক্তারা বলেন,“সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সর্বোত্তম উদাহরণ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড এবং আন্তর্জাতিক প্রেস ক্লাবের এই উদ্যোগ সামাজিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আরও বলেন, সমাজের সকল বিত্তবান ও সামাজিক সংগঠন যেন এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসে। এছাড়া ভারত থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সমরেশ রায় ও মহিলা বিষয়ক সম্পাদিকা সম্পা দাশ; সৌদি আরব থেকে যুক্ত ছিলেন আলহাজ মো. সোহাগ প্রমুখ।