
মুহাঃ সানাউল্লাহ বেপারী, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
দেশীয় জাত উন্নত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাণিসম্পদ খাতে টেকসই অগ্রগতি,এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫।
সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাম্মৎ নইফা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
তিনি বলেন, “মাংস ও দুধের চাহিদা পূরণে খামারিদের এগিয়ে আসা এখন সময়ের দাবি। খামারিদের উৎসাহিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সরবরাহে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল সবসময় কাজ করে যাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, সোনারগাঁও থানার এসআই সামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, সিনিয়র কৃষি কর্মকর্তা তারেখ সাইদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করেন। পাঁচটি ক্যাটাগরিতে মোট ১৫ জন খামারিকে বিশেষ পুরস্কারসহ বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় এবং পুরস্কার প্রদান করা হয়।