
সাখাওয়াত ভ্রাম্যমান প্রতিনিধি ফরিদগঞ্জ (চাঁদপুর) : বিএনপির ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হলে দেশের সব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের মান্দারখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লায়ন হারুনুর রশিদ বলেন, “এই সংবর্ধনা ও ভালোবাসা আমাকে ঋণী করেছে। আমি প্রতিদান দেবো কর্মের মাধ্যমে। দল আমাকে আপনাদের ভালোবাসার কারণেই মনোনয়ন দিয়েছে। এখন আমাদের দায়িত্ব আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন খান এবং পরিচালনা করেন যুবদল নেতা মশিউর রহমান রিপন। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শরিফ খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, যুবদল নেতা নাছির উদ্দিন পাটওয়ারী, ফজলুর রহমান, সোহেল খান প্রমুখ। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও হাজারো এলাকাবাসী উপস্থিত ছিলেন।